Saturday, December 7, 2024
Homeপ্রাইমারি টেটপর্ষদ প্রদত্ত প্রাইমারি টেট গণিত বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর

পর্ষদ প্রদত্ত প্রাইমারি টেট গণিত বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর

পর্ষদের প্রাইমারি টেট অঙ্ক বিষয়ের মডেল প্রশ্নের উত্তর

প্রাইমারি টেট গণিত নমুনা প্রশ্ন ও উত্তর | WB Primary TET Math Model Questions Answers

পর্ষদ প্রদত্ত প্রাইমারি টেট গণিত বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর
পর্ষদ প্রদত্ত প্রাইমারি টেট গণিত বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট পরীক্ষার গণিত বিষয়ের যে সকল নমুনা প্রশ্ন দিয়েছে, সেগুলির উত্তর আজ আপনাদের প্রদান করলাম। প্রশ্ন ও উত্তর গুলি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে, তাই দেরী না করে পর্ষদ প্রদত্ত গণিত মডেল প্রশ্নের উত্তরগুলি দেখে নিন।

প্রাইমারি টেট গণিত নমুনা প্রশ্নের উত্তর

1. যদি 0.99999 + x = 1.0 হয়, তবে x =
A. 0.00001
B. 0.000001
C. 1.00001
D. 0.11111


2. নিম্নের চিত্রের সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ABC ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল =

A. 10 একক2
B. 9 একক2
C. 9 একক
D. 9.5 একক2
[এখানে একক = দৈর্ঘ্য একক]


3. যুগ্ম অথচ মৌলিক এমন সংখ্যার সংখ্যা হল –
A. 1
B. 2
C. 3
D. 5


4. আপনার কাছে 100.25 টাকা আছে এবং পরে আপনি 9.70 টাকা দিয়ে একটি ক্যান্ডি কিনলেন। তাহলে আপনার কাছে কতটাকা অবশিষ্ট আছে ?
A. 99.55 টাকা
B. 99.45 টাকা
C. 91.55 টাকা
D. 90.55 টাকা


5. একজন শীক্ষার্থী কোনো বইয়ের 73/111 অংশ, 37/222 অংশ এবং 22/333 অংশ তিন দিনে পড়েছে। তারপর বইয়ের যতটা পড়া বাকি থাকে তা হল –
A. 73/666 অংশ
B. 73/222 অংশ
C. 73/111 অংশ
D. 79/666 অংশ


6. একটি ভাগ অঙ্কে ভাজক ফল ভাগশেষের দিগুণ ও ভাগফল, ভাগশেষের অর্ধেক ও ভাগশেষ 12 হলে, ভাজ্য হবে –
A. 144
B. 72
C. 156
D. 256


7. “গণিতে ফুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে” – এই বিবৃতিটি –
A. মিথ্যা, কারণ এটি শিক্ষার্থীর অসাবধানতা প্রদর্শন করে
B. মিথ্যা, কারণ গণিতকে ত্রুটিমুক্ত হতে হবে
C. সত্য, কারণ এতে শিক্ষককে শিক্ষার্থীর বিষয় সংক্রান্ত বোধগম্যতা বুঝতে সাহায্য করে
D. সত্য, কারণ ভুল কম বুদ্ধ্যাঙ্ক নির্দেশ করে


8. গণিতে প্রতিকারমূলক শিক্ষণের উদ্দেশ্য কী ?
A. শিখন সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীকে সাহায্য করা
B. শিক্ষার্থীকে অধিক সময় ধরে শিখনের সুযোগ প্রদান করা
C. অতিরিক্ত ক্লাস পেতে শিক্ষককে সাহায্য করা
D. সুষম বণ্টনযুক্ত সময় তালিকা তৈরি করতে প্রধান শিক্ষিকা/শিক্ষককে সাহায্য করা


9. দুটি অখণ্ড সংখ্যার গ.সা.গু. হল –
A. দুটি সংখার প্রত্যেকটি অখণ্ড সংখার চেয়ে সর্বদা ছোট
B. দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোট বা সমান
C. দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা বড়ো
D. দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোট বা সমান হবে যদি অখন্ড সংখ্যা দুটি অ-শূন্য হয়


10. প্রাথমিক স্তরে গণিতের প্রস্তুতিকালীন মূল্যায়নের অন্তর্গত হল –
A. সাধারণ ভুলগুলি চিহ্নিতকরণ
B. গ্রেডিং ও র‍্যাঙ্কিং
C. পদ্ধতিগত জ্ঞান পরিমাপ
D. শিখনের ফাঁক চিহ্নিতকরণ


RELATED ARTICLES

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts