পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টারভিউ টিপস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন | West Bengal Police Constable Interview Tips in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
যারা পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউর সঠিক প্রস্তুতির জন্য এটা ভালো ধরনের আর্টিকেল অনুসন্ধান করছেন, তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট।
আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন অনেকেই আছে যারা লিখিত পরীক্ষায় ভালোভাবে পাশ করে যায়, কিন্তু ইন্টারভিউতে আটকে যায়। আমরা আশা রাখবো আমাদের এই পোস্টটি আপনার কাজে দেবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশ অফিসার ও ইন্টারভিউ প্রার্থীদের অভিজ্ঞতা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ সম্পর্কিত যে সকল তথ্য সংগ্রহ করতে পেরেছি, সেগুলি আজ আমরা আমাদের এই পোস্টটির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করলাম।
■ ইন্টারভিউ কথাটি উঠলেই যে বিষয়টি সবার প্রথমে আসে সেটা হলো পোশাক-আশাক। প্রথমেই বলে রাখা ভালো, ইন্টারভিউ দিতে যাওয়ার পোশাক যেন মানানসই হয়।
● পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেঃ
- সাদা বা হালকা রঙের ফুল হাতা শার্ট পড়বেন।
- কালো বা গাঢ় রঙের ফর্মাল প্যান্ট।
- শার্টের হাতা গোটাবেন না এবং শার্টের কোনো বোতাম খুলে রাখবেন না।
- ফর্মাল বুট বা জুতো পড়বেন, স্লিপার বা কিটো পড়বেন না।
- হাতে অবশ্যই একটা ঘড়ি পড়বেন।
- চুল ভদ্র করে কেটে নেবেন এবং দাড়ি ট্রিম করতে ভুলবেন না, তবে ক্লিন শেভ টাই সবচেয়ে ভালো।
● মহিলা প্রার্থীদের ক্ষেত্রেঃ
- হালকা সুতির শাড়ি বা চুড়িদার পড়বেন, সালোয়ার কামিজও পড়তে পারেন।
- হালকা মেকআপ ও হালকা রঙের লিপস্টিক, অতিরিক্ত মেকআপ করে যাবেন না।
- চাইলে ওড়না নিতে পারেন।
- চুল খুলে রাখতে পারেন বা বেঁধেও নিতে পারেন, চুল যেন এলোমেলো না হয়ে থাকে।
- ঘড়ি ও সাধারণ কানের দুল পড়বেন।
- ফরম্যাল জুতো বা স্যান্ডেল পড়বেন।
■ ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার আগে অবশ্যই স্যারদের অনুমতি নেবেন। সেটা আপনি ইংরেজি বা বাংলা যেকোনো ভাষায় বলতে পারেন, তবে বাংলায় ভাষা ব্যবহার করাটাই শ্রেয়।
■ সাধারণত সকল পরীক্ষার ইন্টারভিউর ক্ষেত্রে একটি কমন প্রশ্ন হল “আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন ?”, টাই আপনাকে নিজের সম্পর্কে বলা তথা ভালোভাবে উপস্থাপন করার অভ্যাস করতে হবে। যেমন- আপনার নিজের নাম, গ্রামের নাম, জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে এখন কি করছেন প্রভৃতি।
■ আপনি যেখানে ববসাস করেন অর্থাৎ আপনার গ্রাম, জেলা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া। যেমন- আপনার গ্রাম বা জেলার বিখ্যাত জিনিস, উল্লেখযোগ্য স্থান, বিখ্যাত ব্যক্তি বা মনীষী সম্বন্ধে অবগত থাকা ইত্যাদি।
■ আপনি যদি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে অনার্স তথা গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে সেই বিষয় থেকে কিছু সাধারণ প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনার কাজ হবে সেই বিষয়ের কিছু উল্লেখযোগ্য তথা সাধারণ বিষয়াবলী সম্পর্কে একটু রিফাইজ করে নেওয়া বা জেনে নেওয়া।
■ পশ্চিমবঙ্গের মন্ত্রালয়ের বিভিন্ন পদে বর্তমানে কোন ব্যক্তি অধিষ্ঠিত আছেন, সেই সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প বা যোজনা সম্পর্কে সুস্পষ্ট ভাবে জেনে নেওয়া।
■ ইন্টারভিউর প্রস্তুতি নিতে বাড়িতে যেগুলি করবেন, সেগুলি হল-
অনেকে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, তাই সেই সমস্ত ব্যক্তি তথা ব্যক্তিদের কথাগুলিকে এড়িয়ে চলা।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্বন্ধে বলা প্র্যাকটিস করা।
ইতিবাচক চিন্তা-ভাবনা করা।
‘আমি পারবো’ – এই মনোবল রাখা।
■ এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
- আপনি কেন পুলিশ হতে চান ?
- আপনি কি ঘুষ নেবেন ?
- আপনার দুর্বলতা কি ?
- পুলিশের বিভিন্ন পদ সম্পর্কিত তথ্য
- পশ্চিমবঙ্গ পুলিশের খুঁটিনাটি তথ্য
- প্রভৃতি
এই পর্বে আমরা ইন্টারভিউর প্রস্তুতির প্রাথমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। এর পরের পর্বে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউর প্রস্তুতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো।
We need next video for w.b.p interview.