WB Primary TET Full Mock Test in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা আয়োজন করেছি পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার দেড়শো নম্বরের একটি মকটেস্ট, যেটিতে বাংলা, ইংরেজি, শিশুশিক্ষা, পরিবেশ বিদ্যা এবং অঙ্ক বিষয় থেকে ত্রিশটি করে প্রশ্ন দেওয়া আছে। যার মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবেন।
সুতরাং দেরী না করে কুইজটিতে অংশ গ্রহণ করে নিন। আর হ্যাঁ কুইজটি সম্পূর্ণ হলে আপনি কত নম্বর পেলেন এবং পাস নাকি ফেল করলেন তা স্কোর বোর্ডে দেখতে পারবেন। অবশ্যই আপনার স্কোরটি আমাদের কমেন্ট করে জানাবেন।
Primary TET Online Mock Test
মকটেস্ট | প্রাইমারি টেট |
প্রশ্ন সংখ্যা | ১৫০টি |
সময় | ১৫০ মিনিট |
#1. স্টিমুলাস রেসপন্স থিওরির প্রবক্তা কে ?
#2. ‘আর্ট অফ থর্ট’ পুস্তকটির রচয়িতা কে ?
#3. শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দেওয়া যায় কীভাবে ?
#4. বেটিং স্কেল কাকে বলা হয় ?
#5. পেশাতে ও ব্যবহারে শিক্ষককে কেমন হতে হবে ?
#6. ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষক কি করবেন ?
#7. শিশুশিক্ষায় কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কে ?
#8. সামর্থ্য বলতে নীচের নিম্নের কোনটিকে বোঝায় ?
#9. মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয় ?
#10. শিশুর উন্নতির উপর পরিবেশ কখন তার প্রভাব বিস্তার করে ?
#11. বই কীভাবে ছাত্র শিক্ষক সংযোগের কার্যকরী মাধ্যম হয়ে উঠতে পারে ?
#12. কোন বিষয়কে বারবার পড়ে শেখাকে কি বলে ?
#13. সহং বলতে কি বোঝায় ?
#14. আধুনিক শিক্ষক তার শিক্ষার্থীর কাছে কেমন ?
#15. শিক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কি ?
#16. পড়াবার পর একজন শিক্ষকের কি করা উচিত ?
#17. কোন বয়সে মানসিক অবসাদ সব থেকে বেশী দেখা যায় ?
#18. কি ধরণের মানুষকে বেমানান মানুষ বলা হয় ?
#19. একটি পাঠ শুরু করবার সময় কোন পদ্ধতি অবলম্বন করা উচিত ?
#20. শৈশবকালীন ভয়ের মধ্যে একটি প্রধান স্থান অধিকার করে আছে –
#21. দীর্ঘদিন শিক্ষণীয় বিষয়টি মনে রাখতে হলে কোন পদ্ধতি দরকার হয় ?
#22. শিশুর বিকাশের কয়টি স্তর ?
#23. শিক্ষককে বাগানের মালির সাথে তুলনা করেছেন কে ?
#24. শিশুর সময়ভিত্তিক প্রক্রিয়া বলতে কাকে বোঝায় ?
#25. বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে ?
#26. কোঠারি কমিশন কবে গঠিত হয় ?
#27. পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন –
#28. স্কিনারের তত্ত্বটি কি নামে পরিচিত ?
#29. মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হল –
#30. বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা –
#31. প্রকৃতির আঁচল কাকে বলা হয় ?
#32. কোহলার তার পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করেছেন –
#33. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল ?
#34. কোথাকার বনাঞ্চলে পৃথিবীর বৃহত্তম ‘হারপি ঈগল’ দেখা যায় ?
#35. চিপকো কথার অর্থ কি ?
#36. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন ?
#37. ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
#38. পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয় ?
#39. পৃথিবীতে প্রথম প্রানের সন্ধান পাওয়া যায় –
#40. পোলিওমাইলাইটিস রোগের কারণ কি ?
#41. একটি বসতি এলাকায় রাত্রে অনুমোদিত শব্দমাত্রার মান কত ?
#42. পরিবেশের সম্পদগুলির রক্ষার জন্য ভারতে ২০০৩ খ্রিস্টাব্দে চালু হয় –
#43. বায়ুদূষণের ফলে কি রোগ উদ্ভুত হয় –
#44. নিম্নের কোনটি সজীব আগাছানাশক শস্য ?
#45. কোন নেতা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ?
#46. স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হল –
#47. মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
#48. গোবর গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে ?
#49. মিনামাটা রোগ হয় কীসের জন্য ?
#50. পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া কোথায় ?
#51. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয় ?
#52. ওজোন হোল এর নামকরণ করেছেন কে ?
#53. WWF এর পুরো নাম কি ?
#54. বনের বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক কোনটি ?
#55. জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
#56. বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমান কত ?
#57. জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত-
#58. ওজোন দিবস উদযাপিত করা হয়-
#59. ফ্লাই অ্যাশ-এর উৎস হল-
#60. আয়নিত বিকিরণের মাত্রার একক হল-
#61. ‘করমের যুগ এসেছে’ কবিতাটি কার লেখা ?
#62. ‘নদী’ শব্দের প্রতিশব্দ কি হবে ?
#63. “আমার এই দেশেতে জন্ম – যেন এই দেশেতে মরি” – পঙক্তিটির কবি কে ?
#64. মহিমা শব্দের পদান্তর করো।
#65. অনাথ শব্দটির লিঙ্গান্তর করো।
#66. আসক্তি শব্দের বিপরীতার্থক শব্দ লেখো।
#67. সাপ ধরতে পটু যে – এক কথায় প্রকাশ করো।
#68. ‘কোথা থেকে’ দিয়ে প্রশ্ন করলে পাবাে _______ কারক।
#69. রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এটি কি ধরণের ক্রিয়া ?
#70. নিচের কোনটি ‘জল’ শব্দটির সমার্থক শব্দ নয় ?
#71. যে মরে না -বহুপদটির একপদীকরণ হলো –
#72. সে নিজেই কথা বলছে।—এটি কি ধরণের সর্বনাম।
#73. যেখানে কর্তা অন্যকে দিয়ে কর্ম সম্পাদন করে তাকে বলে –
#74. দেশের বন্ধু = দেশবন্ধু – এটি কি ধরণের সমাস ?
#75. নিচের কোন বানানটি ঠিক ?
#76. গানের পদ – এককথায় প্রকাশ করুন।
#77. ‘ইকতিয়ার’ শব্দের অর্থ লিখুন।
#78. ‘উচ্ছন্ন’ শব্দটি কোন শ্রেণিভুক্ত ?
#79. কোন সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমানভাবে প্রধান থাকে ?
#80. ‘ট্রেনভ্রমণ’ সমাস কি হবে ?
#81. ‘অভিনয়’ শব্দের পদান্তর করুন।
#82. ‘চিরপ্রবাসী’ শব্দের সমাস নির্ণয় করো –
#83. ‘নাপিত’ শব্দের লিঙ্গান্তর করলে কি হবে ?
#84. ‘মায়াকান্না’ সমাস কি হবে ?
#85. ‘বাসন্তিক’ শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো –
#86. অল্পপ্রাণ শব্দটির বিপরীতার্থক শব্দটি কি হবে ?
#87. কিংবা -এটি কি ধরণের অব্যয়?
#88. “আমার কথা শােন”– এটি কি ধরণের বাক্য ?
#89. ‘মুগ্ধ’ শব্দটি পদান্তর হল-
#90. ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল। -এটি কি ধরণের ক্রিয়া?
#91. Find out the misspelt word :
#92. He is unaccustomed ____ smoking.
#93. I am fatigued ___ work.
#94. He was appointed ___ the post of a Liberian.
#95. hoose the correct active voice of the sentence. The house is being built :
#96. If only I ______ richer.
#97. Everybody is seeking ________ money.
#98. An Opthalmologist is a person who deals with _______ .
#99. You should take pity ______ the poor.
#100. One Word : One who knows all is called.
#101. The line lives ____ flesh.
#102. It is very hot ____ May.
#103. It is ten ____ eight.
#104. He came ____ high family.
#105. Choose the word which has been spelt correctly :
#106. I congratulate your ____ your success.
#107. It is contrary ____ my belief.
#108. The batsman is capable ____ scoring centuries.
#109. He does not believe ____ God.
#110. Adjective form of ‘Hell’ is :
#111. Choose the correct alternative : The verb form of ‘cool’ is –
#112. Choose the correct alternative : The verb form ‘blood’ is –
#113. Choose the correct antonym of the question word : Attract –
#114. Choose the correct antonym of the question word : Trust –
#115. Find out the misspelt word :
#116. She is very affectionate ______ her Children.
#117. Antonym of Triumph.
#118. He competed ______ me for the prize.
#119. They worked _____ union with the enemy.
#120. He won by the force ______ his arguments.
#121. কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে। কিন্তু কাজের শুরুতেই 2 জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 25 দিনে। প্রথমে কতজন লোক ছিল ?
#122. A এবং B একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। B একা ওই কাজটি 20 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর B চলে যায়, তবে বাকি কাজ A কতদিনে শেষ করবে ?
#123. দৈনিক 12 ঘণ্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘণ্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে ?
#124. 10 জন লোক প্রতিদিন 8 ঘণ্টা কাজ করলে কাজটি শেষ করতে সময় লাগে 6 দিন। তবে 6 জন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করলে কাজটি করতে কতদিন সময় লাগবে ?
#125. আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুন। বাগানের পরিসীমা 50 মিটার হলে, ক্ষেত্রফল কত ?
#126. একটি ট্যাপ একটি পাত্র কে 16 মিনিটে ভর্তি করতে পারে। অপর ট্যাপ 20 মিনিটে খালি করতে পারে। অর্ধ পূর্ণ পাত্রকে দুটি ট্যাপ কত মিনিটে পূর্ণ করবে ?
#127. বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 45 কিমি প্রতি ঘন্টা , এবং তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপরটির দৈর্ঘ্য কত ?
#128. একটি বর্গাকার পার্ক লোহার রেলিং দিয়ে ঘিরতে প্রতি মিটার 50 টাকা হিসাবে 57800 টাকা খরচ হয়। পার্কের এক পাশের দৈর্ঘ্য কত ?
#129. পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর এবং পিতা ও মাতার গড় বয়স 38 বছর। মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত ?
#130. A বছরের শুরুতে 12000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। B ও C যথাক্রমে 3 মাস ও 6 মাস পর ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে A, B ও C এর লভ্যাংশের অনুপাত 2:3:5 হলে, B কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিল ?
#131. প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে এই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে কত কমাতে হবে ?
#132. গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায়। তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত ?
#133. এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে। প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়। তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয়মূল্য কত ?
#134. এক ব্যক্তি একটি পেন 12% লাভে বিক্রি করে। যদি দ্রব্যটি আরও 3 টাকা বেশিতে বিক্রয় করা হত, তাহলে 18% লাভ হত। তবে পেনটির ক্রয়মূল্য কত ?
#135. A একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ করার পর A চলে যায়। বাকি কাজ B 8 দিনে শেষ করে। তবে B একা ওই কাজটি কতদিনে শেষ করবে ?
#136. একটি সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 36; সেই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
#137. 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
#138. 5টি কলম, 7টি পেনসিল ও 3টি ব্যাগের মোট দাম 540 টাকা। আবার 3টি কলম, 5টি পেনসিল ও 1টি ব্যাগের মোট দাম 460 টাকা হলে 2টি কলম, 3টি পেনসিল ও 1টি ব্যাগের মোট দাম কত ?
#139. এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত 49 : 1হলে সেই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল কার্বন আছে ?
#140. কোন ক্ষুদ্রতম সংখ্যা 29 দ্বারা বিভাজ্য কিন্তু 6, 10, 15 ও 16দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 ভাগশেষ থাকে ?
#141. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 ও 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 ভাগশেষ থাকে ?
#142. 15টি সংখ্যার গড় 7; প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 8.5; মাঝের সংখ্যাটি হবে –
#143. একটি ট্রেন 36কিমি/ঘণ্টা বেগে একটি খুঁটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি কতক্ষণে 360 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ?
#144. কোন একটি সৈন্য ব্যারাকে 4000 সৈন্যের 180 দিনের খাবার মজুত ছিল। যদি 20 দিন পরে 800 সৈন্য ব্যারাক পরিত্যাগ করে, অবশিষ্ট খাদ্যে অবশিষ্ট সৈন্যদের কতদিন চলবে ?
#145. কোন দ্রব্যের ওপর ট্যাক্স 10% বাড়ানোর ফলে ওর ব্যবহার 10% কমে যায়; এর ফলে দ্রব্যটি থেকে প্রাপ্ত মোট ট্যাক্সের পরিমাণ –
#146. একটি সংখ্যাকে 10% কমানো হলে, সংখ্যাটি হয় 30,তবে প্রকৃত সংখ্যা টি কত ?
#147. কমলের কাছে মোট 160 টি চকলেট রয়েছে, কমল সেখান থেকে 5% রবিকে, 15% ছবিকে এবং এক চতুর্থাংশ কবিকে দিলেন তাহলে কমলের কাছে বর্তমানে কতগুলো চকলেট রয়েছে ?
#148. একটি বিদ্যালয়ের 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:9 । কিছুদিন পর 30 জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 4:3 । কতজন ছাত্র যোগদান করে ?
#149. একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে ?
#150. একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার ও কর্ণের দৈর্ঘ্য 15 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে ?
Results
Pass
Congratulations…
Fail
Better Luck Next Time…
প্রাইমারি টেট প্রস্তুতি :
যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ; প্রথমটি সিলেবাস, দ্বিতীয়টি বিগত কয়েক বছরের প্রশ্নপত্র এবং তৃতীয়টি সিলেবাস উপযোগী বই। আমরা প্রাইমারি টেটের এই তিনটি জিনিস নীচে শেয়ার করে দিলাম –
Page ta khulche na question gulo dekhte pachhi na
Bakider sobar toh hochchhe…
Very ad
So pride
My aim is primary tet
Koto rank korla pass hobo ai Mack test a
90..
Students
Mock dite pere amar vlo lagche
Good
Very nice
Good
92 peyechhi.
Pratidin 150 no 1ti kore airakam mock test hole khub valo hai.
Thank you dada
Sir answer gulo deben
Apni quiz sompurno kore submit korlei toh ans dekhte peye jaben..
Answer gulo kivabe janbo?
Apni quiz sompurno kore submit korlei toh ans dekhte peye jaben..
Khubei valo laglo.
Protidin ai rokom mock test dile khubei upokrito hobo.
Dhonyobad Dada
Daily amon mock test dile khub bhalo hoi
Beautiful
98 হয়েছে। প্রতিদিন এরকম মক টেস্ট নিন খুব ভালো হবে।
Ami 75 pelam…sir aro din practice set
amra chesta korbo..
Ans pachchina
quiz shesh kore submit korlei dekhte paben..
Ami to question gulo dekhtei pachhi na ki kore exam ta debo
Start quiz a click korun..
Ektu primary r previous year er questions er moto sob rokom mix kore din…. English a preposition besi abar math a arithmetic.
SC ST kato number pele pass
Amra daily mock test dite chai daily dan
92dada
Very nice, sir.
Keep it on regularly
Sir ei bhabe primary er jonno ektu besi kore quiz korben please…
Good
Darun laaglo ami 75 peyechi
অনেক সহজ question।এতো সহজ প্রশ্ন prymary তে কোনো দিন আসে না
75 pelam good question
Very nice sir
Sir
Ami mock test e 88 peyechi.
R o kichu notun mock test amder dile amra upokrito hotam
92 score hoyeche amar khub vlo questions.
Fail 😅😢
Sir,
Ami mock test e 99 peyechi. Amer khub valo laglo. Aro mock test thete parle upokrito hobo.