Friday, April 19, 2024
Homeরেলওয়ে গ্রুপ ডিরেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

Railway Group D 22 September 2022 Analysis in Bengali PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন উত্তর PDF
রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
চলুন আজ দেখে নেওয়া যাক ২২শে সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর। প্রশ্নোত্তরের নীচে এটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতেও পারেন।

প্রশ্ন: অদ্বৈতবাদ এর জনক কাকে বলা হয় ?
উত্তর: শঙ্করাচার্য্য।

প্রশ্ন: থ্রিশুর পুরাম কোন রাজ্যের উৎসব ?
উত্তর: কেরল।

প্রশ্ন: গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?
উত্তর: সারনাথে।

প্রশ্ন: মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত ?
উত্তর: ১২ থেকে ৩৫।

প্রশ্ন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাই।

প্রশ্ন: আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর: রাজস্থান।

প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত ?
উত্তর: ৬৫ বছর।

প্রশ্ন: শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত ?
উত্তর: লালা লাজপত রায়।

প্রশ্ন: চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয় ?
উত্তর: উত্তর মেরু।

প্রশ্ন: CTRI এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর: Clinical Trials Registry – India.

প্রশ্ন: অন্তিম ঋণদাতা ব্যাঙ্ক কাকে বলা হয় ?
উত্তর: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

প্রশ্ন: ২৪৩ e অনুসারে পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয় ?
উত্তর: পাঁচ বছর।

প্রশ্ন: কততম সংবিধান সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয় ?
উত্তর: ৭৪তম।

প্রশ্ন: লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর: নিউ দিল্লী।

প্রশ্ন: বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয় ?
উত্তর: ১৯০৫ সালে।

প্রশ্ন: চান্দলি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মহারাষ্ট্র।

প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয় ?
উত্তর: নভেম্বর ১৯৪৭ সালে।

প্রশ্ন: ভারত কত সালে WTO এর অন্তর্ভুক্ত হয় ?
উত্তর: ১৯৯৫ সালে।

প্রশ্ন: নিউল্যান্ডের পর্যায় সারণিতে মোট মৌলের সংখ্যা কত ?
উত্তর: ৫৬টি।

প্রশ্ন: কার্বন কোন বন্ধন গঠন করে ?
উত্তর: সমযোজী।

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : Railway Group D 22 September 2022 Analysis
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB

Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts