পর্ষদ প্রদত্ত প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর | WB Primary TET EVS Model Questions Answers
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট পরীক্ষার পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে সকল নমুনা প্রশ্ন দিয়েছে, সেগুলির উত্তর আজ আপনাদের প্রদান করলাম। এই পরিবেশ বিদ্যা নমুনা প্রশ্ন ও উত্তর গুলি আপনাদের টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে, তাই দেরী না করে পর্ষদ প্রদত্ত পরিবেশ বিজ্ঞান মডেল প্রশ্নের উত্তরগুলি দেখে নিন।
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা নমুনা প্রশ্নের উত্তর
০১. নিম্নলিখিত কোনটি পরিবেশ বিদ্যা পাঠের নীতি হিসাবে ধরা যেতে পারে ?
ক. বিশ্ব থেকে স্থানীয়
খ. বিমূর্ত থেকে মূর্ত
গ. জ্ঞাত থেকে অজ্ঞাত
ঘ. অজ্ঞাত থেকে জ্ঞাত
০২. পরিবেশবিদ্যা শ্রেণিকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠগ্রহণ করছে, তখন একে বলা হয় –
ক. আনুষ্ঠানিক শিক্ষা
খ. অনানুষ্ঠানিক শিক্ষা
গ. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
ঘ. সামাজিক শিক্ষা
০৩. বিদ্যালয়ে জীবাণুবিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে –
ক. বিদ্যালয়ের পরিবেশকে উন্নত করে
খ. পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করে
গ. অভিভাবকের সচেতনাকে উন্নত করে
ঘ. পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করে
০৪. একজন পরিবেশবিদ্যার শিক্ষক কিছু সংখ্যক মটরগাছ কয়েকটি জমিতে লাগালেন, কয়েক সপ্তাহ পর তিনি ছাত্রছাত্রীদের ফলাফল দেখালেন এবং প্রাপ্ত ফলাফলটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করালেন। এতে যে বিষয়টি তিনি শেখাতে চাইলেন তা হল –
ক. হাইপোথিসিস কিভাবে তৈরি করতে হয়
খ. কোনো সমস্যার ফলাফল কিভাবে খুঁজে বার করতে হয়
গ. কিভাবে পরিমাপ করতে হয়
ঘ. কিভাবে গণনা করতে হয়
০৫. ‘পুড়িয়ে ফেলা’ কথাটি নিম্নের কোনটির সাথে সম্পর্ক যুক্ত ?
ক. খোলাস্থানে বর্জ ফেলা
খ. যানবাহন থেকে গ্যাস নির্গত করা
গ. বর্জ্যকে পুনর্ব্যবহার করা
ঘ. কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করা
০৬. প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় –
ক. ১লা জুন
খ. ৫ই জুন
গ. ৭ই জুন
ঘ. ২১শে জুন
০৭. হেপাটাইটিস B হল একটি ___ বাহিত রোগ।
ক. খাদ্য
খ. বায়ু
গ. জল
ঘ. রক্ত
০৮. কোন বছর ভারতে ‘বন্যপ্রাণ (সংরক্ষণ) আইন’ বাস্তবায়ন করা হয় ?
ক. ১৯৭০
খ. ১৯৭১
গ. ১৯৭২
ঘ. ১৯৭৪