Friday, December 27, 2024
Homeঅন্যান্যকেন্দ্রীয় বাজেট ২০২৩ PDF | Union Budget 2023 in Bengali

কেন্দ্রীয় বাজেট ২০২৩ PDF | Union Budget 2023 in Bengali

কেন্দ্রীয় বাজেট 2023-24

কেন্দ্রীয় বাজেট ২০২৩ PDF | Union Budget 2023 in Bengali PDF

কেন্দ্রীয় বাজেট ২০২৩
কেন্দ্রীয় বাজেট ২০২৩

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের কেন্দ্রীয় বাজেট ২০২৩ PDF টি প্রদান করলাম। যেটিতে ভারতের কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ এর মূল কথা বা সারাংশ দেওয়া আছে। যার মাধ্যমে আপনারা কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠন করতে পারবেন।

১লা জানুয়ারি ২০২৩ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২৪ এর বাজেট পেশ করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের বাজেট –

  • এবারের বাজেটে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে মোট সাতটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যাকে অর্থমন্ত্রী ‘সপ্তর্ষি’ বলে উল্লেখ করেছেন। এই সাতটি বিষয় হল– অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কৃষিক্ষেত্রে জিজিটাল পরিকাঠামো, পরিকাঠামো ও বিনিয়োগ, সম্ভাবনার উন্মোচন, গ্রিন গ্রোথ বা স্থিতিশীল বৃদ্ধি, যুবশক্তি এবং আর্থিক ক্ষেত্র।
  • বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো রকম কর দিতে হবেনা। এর আগে এই সীমা ছিল বছরে ৫ লক্ষ টাকা।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় বরাদ্দ ৬৬ শতাংশ বাড়িয়ে ৭৯ হাজার কোটি টাকা করা হয়েছে।
  • অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রে ঋণদান ব্যবস্থার সংস্কার করে এই প্রকল্পে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • মৎস্যজীবী, মাছ বিক্রেতা, এবং ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের সাহায্যার্থে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগসহ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার একটি নতুন প্রকল্প চালু করা হবে।
  • পশুপালন, ডেয়ারি এবং মৎস্যচাষের উপর গুরুত্ব দিয়ে কৃষি ক্ষেত্রে ঋণের পরিমাণ ২০ লক্ষ কোটি টাকা করা হবে।
  • কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেকাট্রনিক্স, আইওটি, থ্রিডি প্রিন্টিং, ড্রোনের মতো নতুন প্রযুক্তি ক্ষেত্রে লক্ষ লক্ষ যুবকের দক্ষতা বাড়াতে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চালু করা হবে এবং ৩০টি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হবে।
  • গ্রামীণ এলাকায় তরুণ উদ্যোগপতিদের কৃষি স্টার্টআপ স্থাপনে উৎসাহ দিতে এগ্রিকালচার এক্সিলারেটর ফান্ড চালু করা হবে।
  • হস্তশিল্পের জন্য পিএম বিকাশ নামে নতুন প্রকল্প আনা হচ্ছে। শিল্প সামগ্রী বিক্রির ব্যবস্থা করবে সরকার এবং এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজন।
  • স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি, জলসম্পদ, অর্থ, দক্ষতা উন্নয়ন এবং পরিকাঠামোর মতো সরকারি পরিষেবাগুলিকে ব্লক স্তরে পৌঁছে দিতে উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম চালু করা হচ্ছে। এই প্রকল্প দেশের ৫০০টি ব্লকে চালু করা হবে।
  • দেশজুড়ে আরো কয়েকটি নতুন নার্সিং কলেজ খোলা হবে।
  • শিশু শিক্ষায় জোর দেওয়ার জন্য তৈরি হবে নতুন ডিজিটাল লাইব্রেরী।
  • শহরাঞ্চল পরিকাঠামো উন্নয়ন তহবিল স্থাপন করা হবে।
  • এবার থেকে ডিজিটাল ক্ষেত্রে মূল পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড কে গণ্য করা হবে।
  • শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলার শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে ভাইব্র্য়ান্ট ইনস্টিটিউট অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে।
  • পুরানো এবং দূষণ সৃষ্টিকারী গাড়িগুলি কে রিপ্লেস করার ক্ষেত্রে জোর দেওয়া হবে।
  • এবারের বাজেটে রেলের জন্য মূলধনী বরাদ্দ ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।
  • খেলনা, বাই সাইকেল, মোটরযান এবং ন্যাপথার মতো শিল্পে অবশ্য আমদানি শুল্ক, সেস এবং সারচার্জের সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। টেলিভিশন যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক ২.৫ শতাংশ হারে কমানো হয়েছে। মোবাইল ফোনের ব্যবহৃত যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানো হয়েছে।
কেন্দ্রীয় বাজেট ২০২৩ PDF

File Details :


File Name : Union Budget 2023
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts