Monday, September 9, 2024
Homeচাকরির খবরভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

রেল হুইল ফ্যাক্টরিতে প্রশিক্ষণের সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

রেল হুইল ফ্যাক্টরিতে নিয়োগ ২০২৩ | Rail Wheel Factory Recruitment 2023

ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ
ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, রেল হুইল ফ্যাক্টরিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মাধ্যমিক পাশ হলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল-

প্রশিক্ষণের নাম :

অ্যাপ্রেন্টিস ট্রেনিং।

যেসব ট্রেডে নিয়োগ করা হবে :
  • Fitter
  • Machinist
  • Mechanic (Motor Vehicle)
  • Turner
  • CNC Programming cum operator (COE Group)
  • Electrician
  • Electronic Mechanic
শুন্যপদ :

সমস্ত ট্রেড নিয়ে মোট শুন্যপদ ১৯২টি।

শিক্ষাগত যোগ্যতা :

কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT স্বীকৃত NTC সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা :

২১শে জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৫ বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৩ বছর ছাড় পাবেন।

বেতন :
Name of TradeStipend (Per Month)
Fitter, Machinist, MMV, Turner, Electrician, Electronic Mechanic Rs. 12,261/-
CNC Programming cum operatorRs. 10,899/-
আবেদন পদ্ধতি :
  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • www.rwf.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে Application Form টি ডাউনলোড করুন।
  • Application Form টি প্রিন্ট আউট করুন।
  • Application Form টি সঠিকভাবে পূরণ করুন।
  • তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
  • তারপর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

The Senior Personnel Officer,
Personnel Department,
Rail Wheel Factory,
Yelahanka,
Bangalore- 560064

আবেদন মূল্য :

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে ST / SC / PWD / Women প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।

নিয়োগ পদ্ধতি :

মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২১শে জানুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২০শে ফেব্রুয়ারি ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও চাকরির খবর দেখুন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts