Friday, June 9, 2023
Homeঅন্যান্যEWS সার্টিফিকেট কি ? সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি

EWS সার্টিফিকেট কি ? সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি

EWS সার্টিফিকেট | EWS Certificate Details in Bengali

EWS সার্টিফিকেট কি ? সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি | EWS Certificate Details in Bengali

EWS সার্টিফিকেট
EWS সার্টিফিকেট

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টটিতে ইডব্লিউএস বা EWS সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করলাম। যেটিতে EWS সার্টিফিকেট কি, EWS সার্টিফিকেটের সুবিধা, EWS সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা, EWS সার্টিফিকেট এর প্রয়োজনীয় ডকুমেন্টস, EWS সার্টিফিকেটের আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু বিষয় উল্লেখ আছে।

EWS কথাটির পুরো নাম কি ?

EWS কথাটির পূর্ণরূপ বা পুরো নাম হলো Economically Weaker Section (ইকনমিকালি উইকার সেকশন)। যার বাংলা প্রতিশব্দ হলো অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ।

EWS সার্টিফিকেট কি ?

EWS সার্টিফিকেট হলো জেনারেল জাতির সংরক্ষণের একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেট অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল জেনারেল জাতিভুক্তদের জন্য করা হয়েছে। যেখানে এই শ্রেণিভুক্তদের শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।

EWS সার্টিফিকেট থাকলে কি কি সুবিধা পাওয়া যায় ?

যাদের এই EWS সার্টিফিকেট থাকবে, তাহারা শিক্ষা ও সরকারী কর্মক্ষেত্রে ১০ শতাংশ রিজার্ভেশন পাবেন।

EWS সার্টিফিকেট পেতে কি কি যোগ্যতা লাগে ?
  • জেনারেল শ্রেণীভুক্ত হতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ৮ লাখ টাকার কম হতে হবে।
  • পারিবারিক কৃষিজমি থাকলে তা অনধিক ৫ একর হতে হবে।
  • ফ্ল্যাট বা বাড়ি ১০০০ বর্গফুটের মধ্যে হতে হবে।
EWS সার্টিফিকেট এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
  •  ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • নিজের ও পিতামাতার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
  • জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • জমি ও সম্পত্তির নথি
  • স্ব-ঘোষণা পত্র
কিভাবে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করবেন ?
  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • EWS Annexure-A ফর্মটি ডাউনলোড করুন।
  • সেটি সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
  • নির্দিষ্ট ঠিকানায় জমা দিন।
EWS সার্টিফিকেট আবেদনপত্র কোথায় জমা দেবেন ?

প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে আবেদনপত্রটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট / অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট / সাব ডিভিশনাল অফিসার এর নিকট জমা করতে হবে। কলকাতার বাসিন্দারা DWO এর কাছে আবেদন পত্র জমা দেবেন।

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেট আবেদনপত্রDownload
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts