Wednesday, December 4, 2024
Homeঅন্যান্যভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১

ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১

ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য এল ১ সম্পর্কিত তথ্য

আদিত্য L1 মিশন : উৎক্ষেপণের তারিখ ও সময়, খরচ, লক্ষ্য | Aditya L1 Mission Details in Bengali

আদিত্য এল ১ মিশন
ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১

আরও একটি ইতিহাস গড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে এবার লক্ষ্য চাঁদ নয়, সূর্য। ইসরোর তরফে জানানো হয়েছে আগামী ২রা সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১

আদিত্য এল ১ মিশন

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে Aditya-L1 মিশন হলো প্রথম মহাকাশ পর্যবেক্ষণমূলক সৌর মিশন, যেটি সূর্যকে অধ্যয়ন করবে। যা সূর্য ও পৃথিবীর মধ্যস্থিত ল্যাগ্রাঞ্জিয়ান বা ল্যাগ্রেঞ্জ পয়েন্টের হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। যেটি কিনা পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিমি দূরে অবস্থিত।

আদিত্য এল ১ মিশনের লক্ষ্য

ইসরোর তরফে জানানো হয়েছে সূর্যকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১। তবে বেশকিছু লক্ষ্যকে সামনে রেখেই পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে, যথা-

  • সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় ক্রোমোস্ফিয়ার ও করোনার গতিবিদ্যা নিয়ে গবেষণা।
  • ক্রোমোস্ফিয়ারিক ও করোনাল স্তর কি ভাবে উত্তপ্ত হয় সে নিয়ে গবেষণা করা হবে।
  • সৌর করোনায় চৌম্বক ক্ষেত্র টপোলজি ও চৌম্বক ক্ষেত্রের পরিমাপ।
  • করোনাল এবং করোনাল লুপ প্লাজমার ডায়াগনস্টিকসের তাপমাত্রা, বেগ ও ঘনত্ব নিয়ে গবেষণা।
  • সূর্য থেকে আগত কণার গতিবিদ্যা অধ্যয়নের জন্য ডেটা সরবরাহ কারী ইন সিটু কণা এবং প্লাজমা পর্যবেক্ষণ করা।
  • CMCs এর উৎস, বিকাশ ও গতিশীলতা নিয়ে পর্যালোচনা।
  • মহাকাশ আবহাওয়ার চালক -সৌর বায়ুর উৎপত্তি, ব্যপ্তি ও গতিশীলতা ।
  • সৌর বিস্ফোরণের কারণ যাচাই সেটা কিভাবে পর্যায়ক্রমে হয় সেটা চিহ্নিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
আদিত্য এল ১ সম্বন্ধে সাম্যক ধারণা
  • সৌর বায়ুমণ্ডলে অধ্যয়নের জন্য পরিকল্পিত করোনাগ্রাফিক মহাকাশযান।
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা নির্মিত ও তত্ত্বাবধায়ক।
  • এটিকে পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি দূরে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টের চারপাশে হ্যালো কক্ষপথে ঢোকানো হবে।
  • এটি সৌর বায়ুমণ্ডল , সৌরচুম্বকীয় ঝড় এবং পৃথিবীর চারপাশে উপর প্রভাব অধ্যায়ন করবে।
  • এই আদিত্য এল ১ মহাকাশ যানের মোট ভর ১,৪৭৫ কেজি বা ৩,২৫২ পাউন্ড এর মত। যার মধ্যে পেলোড ভর ২৪৪ কেজি।
  • এ মিশনে বিজ্ঞানের সাতটি পেলোড বহন করবে যথা-
  1. দৃশ্যমান নির্গমন লাইন করোনাগ্রাফ (VELC)
  2. সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (SUIT)
  3. আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX)
  4. আদিত্য (PAPA) এর জন্য প্লাজমা বিশ্লেষক প্যাকেজ
  5. সৌর লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার (SoLEXS)
  6. উচ্চ শক্তি L1 অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার (HEL1OS)
  7. ম্যাগনেটোমিটার 
  • Aditya-L1 উৎক্ষেপণের পর প্রায় ১০৯ পৃথিবী দিন সময় নেবে L1 স্তরে পৌঁছাতে।
  • পোলার স্যাটালাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-XL (C57) রকেটে করেই পাড়ি আদিত্য এল ১ ।
  • বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটালাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটালাইটটি।

সৌর মিশন আদিত্য এল ১ এর বাজেট কত ?
উত্তর: প্রায় ৪০০ কোটি টাকা।

আদিত্য এল ১ কবে লঞ্চ করা হবে ?
উত্তর: ২রা সেপ্টেম্বর ২০২৩ বেলা ১১টা ৫০ মিনিটে।

আদিত্য এল ১ এর কাজ কি ?
উত্তর: সূর্যকে অধ্যয়ন করা এবং সূর্যের কাজকর্ম সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করা।

সূর্য পর্যবেক্ষণে ভারতের প্রথম মহাকাশ অভিযানের নাম কি ?
উত্তর: আদিত্য এল ১ হবে প্রথম মহাকাশ ভিত্তিক ভারতীয় মিশন যা সূর্য অধ্যয়ন করবে।

Also Check : চন্দ্রযান ৩
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts