স্টেনোগ্রাফার কি | স্টেনোগ্রাফার এর কাজ কি
আজকের পোস্টে স্টেনোগ্রাফার সম্পর্কে আলোচনা করলাম। যেটিতে স্টেনোগ্রাফার কি, স্টেনোগ্রাফার এর কাজ কি, স্টেনোগ্রাফার পদে চাকরির জন্য কি কি যোগ্যতা লাগে, স্টেনোগ্রাফার এর বেতন কত ইত্যাদি সমস্ত কিছু উল্লেখিত আছে।
স্টেনোগ্রাফার কি
একজন স্টেনোগ্রাফার হলেন যিনি কথ্য শব্দ লিখিত আকারে প্রতিলিপিতে বিশেষজ্ঞ। অর্থাৎ একজন স্টেনোগ্রাফার হলেন এমন একজন ব্যক্তি যার কাজ হল অন্য কেউ যা বলে তা একটি সংক্ষিপ্ত চিহ্ন ব্যবহার করে দ্রুত লিখিত আকারে প্রতিলিপি করা।
বিভিন্ন সিনেমা বা টিভি শোতে আপনি হয়তো লক্ষ্য করেছেন কেউ একজন বিচারক, আইনজীবী এবং সাক্ষীরা আদালতের কক্ষে যা বলছে তা টাইপ করছে, সেই স্টেনোগ্রাফার। অর্থাৎ একজন স্টেনোগ্রাফার আদালতের প্রক্রিয়া চলাকালীন যা ঘটে তা রেকর্ড করেন।
স্টেনোগ্রাফার এর কাজ কি
একজন স্টেনোগ্রাফার এর কাজ হল স্টেনো মেশিনে একটি অনন্য সংক্ষিপ্ত লেখার শৈলী ব্যবহার করে একটি লিখিত শব্দচয়ন রেকর্ড করা। স্টেনোগ্রাফার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন যেমন কোর্টরুম, কোনো আইনি কার্যক্রম কর্পোরেট অফিস, ইন্টেলিজেন্ট বিভাগ, সংবাদপত্র বা নিউজ চ্যানেল এবং প্রতিরক্ষা খাত ইত্যাদি।
স্টেনোগ্রাফি কি
স্টেনোগ্রাফি শর্টহ্যান্ড স্টেনোটাইপে লেখার প্রক্রিয়া, শর্টহ্যান্ড ব্যবহারের জন্য স্টেনোগ্রাফারদের দ্বারা ব্যবহৃত একটি বিশেষ কর্ডেড কীবোর্ড বা টাইপরাইটার।
স্টেনোগ্রাফি কে আবিষ্কার করেন
১৮৩৭ সালে স্যার আইজাক পিটম্যান স্টেনোগ্রাফি আবিষ্কার করেন।
স্টেনোগ্রাফারের বেতন কত
একজন এসএসসি স্টেনোগ্রাফার এর মাসিক বেতন ৯,৩০০/- থেকে ৩৪,৮০০/- টাকা পর্যন্ত। এছাড়াও সঙ্গে বিভিন্ন সরকারী ভাতা প্রদান করা হয়ে থাকে।
এসএসসি স্টেনোগ্রাফার যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং অবশ্যই স্টেনোগ্রাফি ডিগ্রী থাকতে হবে।
স্টেনোগ্রাফারের বয়স সীমা
এসএসসি স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।