পর্ষদ প্রদত্ত প্রাইমারি টেট নমুনা প্রশ্নের উত্তর PDF | WB Primary TET Model Questions Answers
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের প্রাইমারি টেট নমুনা প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রদত্ত প্রাথমিক টেট পরীক্ষার নমুনা প্রশ্নের সঠিক উত্তরগুলি দেওয়া আছে। এই একটি পিডিএফেই বাংলা, ইংরেজি, শিশুশিক্ষা, গণিত ও পরিবেশ বিদ্যা পাঁচটি বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর দেওয়া আছে।
আমরা আশা রাখছি এই নমুনা প্রশ্ন উত্তরের পিডিএফটি টেট পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে। সুতরাং নীচে দেওয়া লিঙ্ক থেকে পর্ষদ প্রদত্ত প্রাইমারি টেট নমুনা প্রশ্নের উত্তর PDF টি সংগ্রহ করে নিন।
প্রাইমারি টেট নমুনা প্রশ্ন উত্তর PDF
File Details :
File Name : WB Primary TET Model Questions Answers
Language : Bengali
No. of Pages : 07
Size : 08 MB