WBPSC Food Sub Inspector Mock Test in Bengali
আজকের পোস্টে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল একটি মকটেস্ট শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল স্টাডিজ ও পাটিগণিত বিষয় থেকে মোট ১০০টি প্রশ্ন দেওয়া আছে।
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন |
পরীক্ষা | ফুড সাব ইন্সপেক্টর |
প্রশ্ন সংখ্যা | ১০০টি |
সময় | ৯০ মিনিট |
QUIZ START
#1. তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ-
#2. ভারতে বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি?
#3. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
#4. দুধের ঘনত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
#5. ত্বকের সর্ববহিঃস্থ স্তরকে কি বলা হয়?
#6. চন্দ্রযান 3 -এর রোভারটির নাম কী?
#7. জলবিদ্যুৎ উৎপাদনে কোনশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে?
#8. সলবাইয়ের সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয়?
#9. জি 20 সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হলো?
#10. কোন শহরকে "ভারতের বিজ্ঞান নগরী" বলা হয়?
#11. চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছে?
#12. সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে?
#13. "বিশ্বের কফির পাত্র" কোন দেশকে বলা হয়?
#14. এশিয়া কাপ 2023 ফাইনাল কোন কোন দেশের মধ্যে হয়েছিল?
#15. কোন বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়?
#16. G20 সম্মেলন 2023 এর থিম কি ছিল?
#17. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
#18. ক্রিপশ কোন বছর ভারতে আসেন?
#19. কাঞ্চি কোন বংশের রাজধানী ছিল?
#20. ভারতের প্রথম উপগ্ৰহ কোনটি?
#21. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
#22. অলিম্পিকের পতাকায় কটি বৃত্ত আছে?
#23. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়?
#24. কোন অঞ্চলকে আরবসাগরের রাণী বলা হয়?
#25. কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল?
#26. কেন্দ্রীয় ধান গবেষনারগারটি কোথায় অবস্থিত?
#27. কিস্তওয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
#28. UNESCO দ্বারা “রামাপ্পা মন্দির” ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?
#29. কোন বাঙালি গ্রন্থকার “আনিলা দেবী” ছদ্মনাম ব্যবহার করতেন?
#30. ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে?
#31. ডায়নামিক থিওরির আবিষ্কর্তা কে?
#32. হকির জাদুকর কাকে বলা হয়?
#33. ভারতের 'রকেট ওম্যান ' নামে কে পরিচিত ?
#34. 'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে?
#35. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?
#36. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?
#37. মনসবদারি প্রথা কে চালু করেন?
#38. Servants of India society কে প্রতিষ্ঠা করেছিলেন?
#39. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন?
#40. ভারতের নেপোলিয়ন' কাকে বলা হত?
#41. নিচের কোনটি 'লাফিং গ্যাস' নামে পরিচিত?
#42. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল?
#43. ভারতের সর্বশেষ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি?
#44. হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে?
#45. নিম্নের কোনটি সবথেকে বেশি নমনীয় ধাতু?
#46. বেগের পরিবর্তনের হারকে কি বলে?
#47. LNG গ্যাসের পুরো নাম কি?
#48. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
#49. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
#50. কোন বিষয়ে ‘বুকার' পুরস্কার প্রদান করা হয়?
#51. কোনো জিনিসের দাম 10% কমিয়ে দেওয়ার পর আগের দামে ফিরে যেতে ঐ জিনিসের দাম কত বাড়াতে হবে?
#52. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 96% বাড়ালে তার বাহুর ক্ষেত্রফল কত % বাড়বে?
#53. A, B, C একটি যৌথ ব্যাবসায় 6:9:10 অনুপাতে বিনিয়োগ করে, যদি তাদের লাভ্যাংশের অনুপাত 2:3:5 হয়, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত?
#54. এক অসৎ ব্যাবসায়ী দাড়িপাল্লায় 1 কেজির বদলে 900 গ্রাম দেয় কিন্তু ক্রয় মূল্যের দামে জিনিসটি বিক্রি করে। ব্যাক্তির শতকরা লাভ কত?
#55. দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 30% ও 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ ?
#56. এক শহরের জনসংখ্যা 180000 প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
#57. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 840 ও 35, সংখ্যা দুটির গুণফল-
#58. 5/7, 11/13, 15/27, 19/21 কোনটি বৃহত্তম ?
#59. ছয়টি ক্রমিক সংখ্যার যোগফল 69, বৃহত্তম সংখ্যাটি কত ?
#60. তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং লসাগু 54, সংখ্যা তিনটির গসাগু কত ?
#61. একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা 618। তাদের মূল্যের অনুপাত 13:11:17 হলে, প্রতি মুদ্রার সংখ্যা কত ?
#62. পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 75। সবচেয়ে ছোট সংখ্যাটি কত ?
#63. 6টি দ্রব্যের ক্রয়মূল্য 5টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত ?
#64. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু-এর সমষ্টি 680, তাদের ল.সা.গু, গ.সা.গু-এর 84 গুন। যদি একটি সংখ্যা 56 হয়, তবে অপরটি কত ?
#65. এক ব্যক্তি 5 টাকায় 16টি চকলেট ক্রয় করে এবং 5 টাকায় 12 ট চকলেট বিক্রি করে, তবে তার লাভের পরিমান কত ?
#66. স্রোতের অনুকূলে নৌকার বেগ 16 কিমি/ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা হলে, স্রোতের বেগ কত ?
#67. যদি কোনো আসল জটিল সুদে 3 বছরে সুদে-আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত ?
#68. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু সমান। একটি সংখ্যা 35 হলে, অপরটি কত ?
#69. 77, 99 এবং X এর গ.সা.গু 11 ও ল.সা.গু 3465, X এর ক্ষুদ্রতম মান হল-
#70. এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে। আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হত। টিভি এর ক্রয়মূল্য কত ?
#71. একটি ছাত্রকে পাশ করার জন্য 33% নম্বর পেতে হয়। একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ?
#72. 1100 জন ছেলে ও 900 জন মেয়ে কোনো একটি পরীক্ষা দিলো। সেই পরীক্ষায় 50% ছেলে ও 40% মেয়ে পাস করলো। এখন শতকরা কতজন ছেলে মেয়ে পাশ করলো ?
#73. পরপর চারটি জোড় সংখ্যার গড় 27 এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ?
#74. জলের সঙ্গে কি পরিমাণ দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে ?
#75. 5টি ভেড়ার দাম = 8টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম = 3টি গরুর দাম হলে, 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে ?
#76. এক ব্যক্তি একটি দ্রব 3564 টাকায় বিক্রি করেন এবং তাতে তার ক্ষতি হয় 19%। দ্রব্যটির ক্রয়মুল্য কত ছিল ?
#77. একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয় ও 20 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ?
#78. দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে, তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে-
#79. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা 2, 4, 6, 8, 10 এবং 12 দ্বারা বিভাজ্য হবে ?
#80. 6টি ক্রমিক সংখ্যার যোগফল 69, বৃহত্তম সংখ্যাটি কত ?
#81. 5 বছর পূর্বে পিতার বয়স কন্যার বয়সের 6 গুন ছিল। বর্তমানে তাদের বয়সের সমষ্টি ৪৫ বছর হলে কন্যার বর্তমান বয়স কত ?
#82. ক্রমিক 20% ও 25% ছাড়ের পরিমাণ একক ছাড়ের পরিমাণ এর সাথে সমান হবে-
#83. 5, 0, 4, 1 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত ?
#84. 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত ?
#85. দুটি শ্রমিকের প্রত্যহিক মজুরির অনুপাত 4:3, এবং একজন অপর জন এর থেকে 9 টাকা বেশি পায়। তাদের মজুরি কত ?
#86. A এবং B একটি কাজ 12 দিনে করে। সেই কাজ B এবং C করে 15 দিনে ও C এবং A করে 20 দিনে। C একা কাজটি করে –
#87. কোনো জিনিস বিক্রি করে 25/2% ক্ষতি হলে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত ?
#88. A এবং B এর কার্পেট বুনতে সময় লাগে যথাক্রমে 10 দিন ও 15 দিন। দুজনে একসাথে কাজ শুরু করলে। 2 দিন পরে B চলে গেল। A একা বাকি কাজটি কতদিনে শেষ করবে ?
#89. 1/3 এবং 3/7 এর মধ্যবর্তী ভগ্নাংশ টি হল –
#90. তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ। তিনটি সংখ্যার গড় 21 হলে সংখ্যা তিনটি কি কি ?
#91. 12 টি পেন্সিল এর ক্রয় মূল্য 8টি পেন্সিল এর বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত ?
#92. 378 কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুন করলে গুনফল 336 দ্বারা বিভাজ্য হবে ?
#93. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়ালে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় কর –
#94. একটি সংখ্যার সঙ্গে 4 যোগ করে যোগফল কে 3 দ্বারা গুন করা হল এবং গুণফলকে 15 দ্বারা ভাগ করাতে ভাগফল 2 ও অবশিষ্ট 6 হলে। ওই সংখ্যাটি কত ?
#95. দুটি ব্যাজটির মাসিক বেতনের অনুপাত 2:3 ; তাদের মাসিক খরচের অনুপাত 5:8 যদি প্রত্যেকে মাসে 400 টাকা সঞ্চয় করতে পারে তবে তাদের মাসিক বেতন যথাক্রমে –
#96. চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হল। প্রথম তিনটির গুনফল 385 এবং শেষ তিনটির গুনফল 1001, শেষ সংখ্যাটি কত ?
#97. A ও B একটি যৌথ ব্যবসায় 5:4 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 4% দান করার পর A লভ্যাংশ পায় 480 টাকা। তবে মোট লভ্যাংশ কত ?
#98. দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13 ?
#99. A, B এর কাছে একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করে। B, C এর কাছে 2% লাভে 1071 টাকায় বিক্রি করে। A কে দ্রব্যটির জন্য কত টাকা দিতে হয়েছিল ?
#100. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 869 দ্বারা বিভাজ্য হবে ?
Finish
Good
I want to mock test
Nice quit
Ok
Good
Yes, I want to this mock test
It’s good test
I need a PDF of this mock test
Etar pdf deoya hobenaaa…
89 score
Good Evening Sir
Good
Very good
এটাই হল real mock test. মনে হলো exam হলে বসে আছি। সে কি গেল 90 মিনিট। ধন্যবাদ kolom. আরো mock test চাই নিয়মিত
Amra chesta korbo…
আপনাদের প্রচেষ্টার জন্য অসংখ্য ধোন্যবাদ 🙏🙏
বেশ ভালো লাগলো
দারুণ উদ্যোগ, প্রচেষ্টাও …. Question standard প্রশংসনীয় …. আসন্ন Clerkship exam এর জন্য এরকম suggestive mock টেস্ট এর আশায় থাকলাম