Monday, September 9, 2024
Homeফুড সাব ইন্সপেক্টরGeneral Studies in Bengali for Food SI Exam

General Studies in Bengali for Food SI Exam

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর

General Studies in Bengali for WBPSC Food SI Exam

General Studies in Bengali for Food SI Exam
General Studies in Bengali for Food SI Exam

আজ আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর প্রদান করলাম। এই জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর গুলি আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Food SI General Studies Questions 01 :

০১. সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে ?
উত্তরঃ রেচল কারসন।

০২. বীর সাভারকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তরঃ বিজ্ঞান।

০৩. গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তরঃ সঙ্গীত।

০৪. দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় ?
উত্তরঃ হ্যাডলির অকট্যান্ট।

০৫. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ?
উত্তরঃ মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন।

০৬. ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ তামিলনাডু্র কোয়েম্বাটুরে।

০৭. বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কী ?
উত্তরঃ নাইট্রোজেন।

০৮. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৩৫ সালে।

০৯. পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক কে ?
উত্তরঃ জোসেফ স্ট্যালিন।

১০. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ রেটিনল।

১১. লোকসভার বর্তমান স্পিকার কে ?
উত্তরঃ ওম বিড়লা।

১২. দ্য লাস্ট সাপার চিত্রকর কে ?
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।

১৩. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ।

১৪. ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ ওড়িশা।

১৫. বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?
উত্তরঃ অশোক।

১৬. সুয়েজ খাল কোথায় অবস্থিত ?
উত্তরঃ মিশরে।

১৭. সুরেন্দ্রনাথ বন্দ্যপাধ্যায়কে কে দেশনায়ক আখ্যা দিয়েছেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৮. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় ?
উত্তরঃ ১৮৭৬ সালের ১৪ই মার্চ।

১৯. সুরেন্দ্রনাথ কর্তৃক ভারতসভা কবে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৭৬ সালে।

২০. ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ?
উত্তরঃ ইথিলিন।

২১. অতীশ কথার অর্থ কি ?
উত্তরঃ প্রভু।

২২. আধুনিক কমনওয়েলথ কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৯ সালে।

২৩. শেরশাহের সমাধি কোথায় ?
উত্তরঃ বিহারের সাসারামে।

২৪. সংসদ ভবনের পূর্বনাম কী ছিল ?
উত্তরঃ চেম্বার অফ প্রিন্সেস।

২৫. লোকসভার কোনো সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন ?
উত্তরঃ স্পীকার।

ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ PDF

File Details :


File Name : Food SI General Studies Questions 01
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts