Friday, June 9, 2023
Homeস্ট্যাটিক জিকেভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা PDF | বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা PDF | বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

ভারতের হেরিটেজ সাইট তালিকা

ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা PDF | UNESCO World Heritage Sites in India Bengali PDF

ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা PDF টি প্রদান করলাম। যেটিতে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রাপ্ত ভারতের বিভিন্ন স্থান, কোথায় অবস্থিত এবং কত সালে হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় তা তালিকাকারে দেওয়া আছে।

বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করে ? অজন্তা গুহা কবে UNESCO এর হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় ? মানস অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ? ইত্যাদি।

ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
হেরিটেজ সাইটরাজ্যসাল
আগ্রা দুর্গউত্তরপ্রদেশ১৯৮৩
তাজমহলউত্তরপ্রদেশ১৯৮৩
অজন্তা গুহামহারাষ্ট্র১৯৮৩
ইলোরা গুহামহারাষ্ট্র১৯৮৩
কোণার্ক সূর্য মন্দিরওড়িশা১৯৮৪
মহাবলীপূরম মনুমেন্টসতামিলনাড়ু১৯৮৪
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কআসাম১৯৮৫
মানস অভয়ারণ্যআসাম১৯৮৫
কেওলাদেও ন্যাশনাল পার্করাজস্থান১৯৮৫
গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহগোয়া১৯৮৬
খাজুরাহো মনুমেন্টসমধ্যপ্রদেশ১৯৮৬
হাম্পি মনুমেন্টসকর্ণাটক১৯৮৬
ফতেপুর সিক্রিউত্তরপ্রদেশ১৯৮৬
সুন্দরবন ন্যাশনাল পার্কপশ্চিমবঙ্গ১৯৮৭
গ্রেট লিভিং চোলা মন্দিরতামিলনাড়ু১৯৮৭
পাট্টাডাকাল মনুমেন্টসকর্ণাটক১৯৮৭
এলিফ্যান্ট গুহামহারাষ্ট্র১৯৮৭
নন্দাদেবী ন্যাশনাল পার্কউত্তরাখণ্ড১৯৮৮
সাঁচীর বৌদ্ধ স্তূপমধ্যপ্রদেশ১৯৮৯
কুতুবমিনারদিল্লী১৯৯৩
হুমায়ুনের সমাধিস্থলদিল্লী১৯৯৩
দার্জিলিং পার্বত্য রেলপশ্চিমবঙ্গ১৯৯৯
বুদ্ধগয়া মহাবোধি মন্দিরবিহার২০০২
ভীমবেটকার রকশেল্টারমধ্যপ্রদেশ২০০৩
চম্পানের-পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক পার্কগুজরাট২০০৪
ছত্রপতি শিবাজী টার্মিনাসমহারাষ্ট্র২০০৪
নীলগিরি পার্বত্য রেলতামিলনাড়ু২০০৫
লালকেল্লাদিল্লী২০০৭
কালকা-সিমলা রেলওয়েহিমাচল প্রদেশ২০০৮
যন্তর-মন্তররাজস্থান২০১০
পশ্চিমঘাটকেরল২০১২
হিল ফোর্টস অফ রাজস্থানরাজস্থান২০১৩
রানী-কি-ভাবগুজরাট২০১৪
গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কহিমাচল প্রদেশ২০১৪
দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ
লে করবুসায়ার
চণ্ডীগড়২০১৬
নালন্দা বিশ্ববিদ্যালয়বিহার২০১৬
কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কসিকিম২০১৬
আহমেদাবাদের ঐতিহাসিক শহরগুজরাট২০১৭
ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বলমহারাষ্ট্র২০১৮
জয়পুর শহররাজস্থান২০১৯
কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির (রামাপ্পা)তেলেঙ্গানা২০২১
ধোলাভিরা (হরপ্পান সিটি)গুজরাট২০২১
ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট PDF

File Details :


File Name : UNESCO World Heritage Sites in India
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts