Monday, September 9, 2024
Homeডব্লিউবিসিএস পরীক্ষাWBCS কি, WBCS পরীক্ষার যোগ্যতা, WBCS অফিসার বেতন

WBCS কি, WBCS পরীক্ষার যোগ্যতা, WBCS অফিসার বেতন

WBCS সম্পর্কিত সমস্ত তথ্য

WBCS কি ? যোগ্যতা, বয়সসীমা, বেতন | WBCS Details in Bengali

WBCS কি
WBCS কি

সুপ্রিয় বন্ধুরা,
WBCS পরীক্ষা নিয়ে আপনাদের মধ্যে যত প্রশ্ন আছে, সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পোস্ট। আমরা আশা রাখছি পোস্টটির মাধ্যমে আপনারা WBCS পরীক্ষার সমস্ত কিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠন করতে পারবেন। সুতরাং সময় নষ্ট না করে দেখে নিন WBCS পরীক্ষার সমস্ত কিছু।

WBCS কি

WBCS এর পুরো নাম হলো West Bengal Civil Service (ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস)। প্রকৃত অর্থে এটি একটি পরীক্ষা, যেটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ-পদস্থ অফিসারদের নিযুক্ত করা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা প্রায় সমস্ত দপ্তরের অফিসার এই পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছরই এই পরীক্ষার আয়োজন করে থাকে অর্থাৎ প্রত্যেক বছরই ডব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

WBCS পরীক্ষার নিয়োগ পদ্ধতি
  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেন পরীক্ষা
  • ইন্টারভিউ

মোট তিনটি পর্যায়ে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা। যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাদের মেন পরীক্ষায় বসার অনুমতি প্রদান করা হয়। মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। মেন পরীক্ষা ও ইন্টারভিউ এর নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

WBCS পরীক্ষার যোগ্যতা

WBCS পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হল গ্র্যাজুয়েশন পাশ। যেকোনো বোর্ড থেকে যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করলেই, এই পরীক্ষাটি দেওয়া যায়।

WBCS পরীক্ষার বয়স সীমা

WBCS পরীক্ষার মাধ্যমে একাধিক পদে অফিসার নিয়োগ করা হয়ে থাকে এবং এই একাধিক অফিসার নিয়োগ করার জন্যে সমস্ত পদকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ অনুযায়ী বয়স সীমা আলাদা আলাদা, নীচে তা দেওয়া হল-

  • Group-A এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
  • Group-B এর ক্ষেত্রে ২০ বছর থেকে ৩৬ বছর।
  • Group-C এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
  • Group-D এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৯ বছর।
WBCS গ্রুপ ABCD পদের নামের তালিকাClick Here
WBCS পরীক্ষা কোন ভাষায় হয়

বাংলা ও ইংরেজি এই দুটি ভাষায় WBCS হয়।

WBCS পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে ?

হ্যাঁ নেগেটিভ মার্কিং থাকে। প্রতি তিনটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হয়।

WBCS পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে

WBCS প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৮টি বিষয় থেকে প্রশ্ন আসে। বিষয়গুলি হল-

  • ইংলিশ
  • বিজ্ঞান
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ইতিহাস
  • ভারতের স্বাধীনতা সংগ্রাম
  • ভূগোল
  • ভারতীয় অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান
  • অঙ্ক ও রিজনিং
WBCS সিলেবাসClick Here
WBCS পরীক্ষা কতবার দেওয়া যায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে কোনো লিমিট ঠিক করা নেই। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার মধ্যে থাকলেই পরীক্ষায় বসা যায়।

WBCS অফিসার বেতনClick Here
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts