Monday, September 9, 2024
Homeবাংলা ব্যাকরণলিঙ্গ পরিবর্তন | সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও নিয়ম

লিঙ্গ পরিবর্তন | সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও নিয়ম

লিঙ্গ পরিবর্তনের সূত্র বা নিয়ম

লিঙ্গ পরিবর্তন PDF | Gender & Gender Change Rules in Bengali PDF

লিঙ্গ পরিবর্তন
লিঙ্গ পরিবর্তন

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন নিয়ে আলোচনা করলাম। যেটির মধ্যে জেন্ডার বা লিঙ্গ এর সংজ্ঞা, লিঙ্গের শ্রেণিবিভাগ, উদাহরণ এবং লিঙ্গ পরিবর্তনের সূত্র বা নিয়ম সুন্দরভাবে আলোচনা করা আছে। আমরা আশা রাখছি এই পোস্টটির মাধ্যমে আপনারা লিঙ্গ পরিবর্তন সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন।

লিঙ্গ কাকে বলে ?

লিঙ্গ কথাটির অর্থ লক্ষণ বা চিহ্ন। যে লক্ষণ বা চিহ্নের সাহায্যে স্ত্রী বা পুরুষ অথবা স্ত্রী-পুরুষ কোনটিই নয়, কিংবা স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়, তাকে লিঙ্গ বলে।

লিঙ্গ কয় প্রকার ও কি কি ?

লিঙ্গ সাধারণত চার প্রকারের। যথা-
১) পুংলিঙ্গ
২) স্ত্রীলিঙ্গ
৩) ক্লীবলিঙ্গ
৪) উভয়লিঙ্গ

পুংলিঙ্গ কাকে বলে ?

যেসব শব্দের দ্বারা শুধুমাত্র পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায়, তাকে পুংলিঙ্গ বলে। যেমন- পিতা, শিক্ষক, বালক, ছাত্র, রাজা, পুত্র ইত্যাদি।

স্ত্রীলিঙ্গ কাকে বলে ?

যেসব শব্দের দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন- মাতা, শিক্ষিকা, বালিকা, ছাত্রী, রাণী কন্যা ইত্যাদি।

ক্লীবলিঙ্গ কাকে বলে ?

যেসব শব্দের দ্বারা স্ত্রী-পুরুষ কোনকিছুকে না বুঝিয়ে অপ্রাণীবাচক কোন কিছুকে বোঝায়, তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন- টেবিল, চেয়ার, কলম, বই ইত্যাদি।

উভয়লিঙ্গ কাকে বলে ?

যেসব শব্দ স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়, তাকে উভয়লিঙ্গ বলে। যেমন- শিশু, সন্তান, মন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি ইত্যাদি।

লিঙ্গ পরিবর্তনের নিয়মঃ

বাক্যে ব্যবহারের জন্য অনেক সময় পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গ শব্দে রূপান্তর করা হয়। এই রূপান্তর বা পরিবর্তন যেমন-তেমনভাবে হয় না, এই পরিবর্তনের কিছু নিয়ম আছে। এইভাবে পুংলিঙ্গবাচক বা স্ত্রীলিঙ্গবাচক শব্দকে অন্য লিঙ্গে পরিবর্তন করাকে বলা হয় লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর।

ক্লীবলিঙ্গ শব্দের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। আর উভয়লিঙ্গ শব্দের আগে কখনো-কখনো পুরুষবাচক (যেমন- পুরুষ, মদ্দা, বেটা ইত্যাদি) এবং স্ত্রীবাচক (যেমন- নারী, মহিলা, মেয়ে, মাদি, কন্যা ইত্যাদি) শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন করা যায়। যেমন- বেটাছেলে, মেয়েছেলে, পুত্র সন্তান, মদ্দা হাঁস ইত্যাদি।

এছাড়াও কিছু কিছু পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দের কোনো লিঙ্গান্তর হয় না। এদের নিত্য পুংলিঙ্গ ও নিত্য স্ত্রীলিঙ্গ বলে।

নিত্য পুংলিঙ্গ – অকৃতদার, বিপত্নীক, সভাপতি, কবি, মন্ত্রী ইত্যাদি।
নিত্য স্ত্রীলিঙ্গ – বিধবা, অঙ্গনা, ললনা, লক্ষ্মী ইত্যাদি।

লিঙ্গ পরিবর্তনের দৃষ্টান্ত


ক) সম্পূর্ণ আলাদা শব্দ দিয়ে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ বোঝানো যায়।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
স্বামীস্ত্রী
ছেলেমেয়ে
পুত্রকন্যা
বরবধূ
কর্তাগিন্নি
পিতামাতা
শ্বশুরশাশুড়ি
রাজারাণী
জনকজননী
সাহেবম্যাম
খ) শব্দের আগে ও পরে স্ত্রীলোক-বাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
লোকস্ত্রীলোক
হাতিমাদি হাতি
এঁড়ে বাছুরবকনা বাছুর
বেনেবেনেবৌ
বামুনবামুনগিন্নি
পুলিশমেয়ে পুলিশ
ঠাকুরপোঠাকুরঝি
মৌমাছিস্ত্রীমৌমাছি
বসুবসুজায়া
বোলতাস্ত্রী বোলতা
গ) অনেক পুংলিঙ্গ শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ বোঝানো হয়ে থাকে।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
অনাথঅনাথা
তনয়তনয়া
বৃদ্ধবৃদ্ধা
পূজনীয়পূজনীয়া
কোকিলকোকিলা
মনোহরমনোহরা
মহাশয়মহাশয়া
দ্বিতীয়দ্বিতীয়া
প্রিয়তমপ্রিয়তমা
নন্দননন্দনা
ঘ) যে সমস্ত শব্দের শেষে ‘অক’ বা ‘ইক’ আছে তাদের শেষ ‘আ’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ বোঝানো হয়ে থাকে।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
অধ্যাপকঅধ্যাপিকা
সম্পাদকসম্পাদিকা
নায়কনায়িকা
পাঠকপাঠিকা
গায়কগায়িকা
বালকবালিকা
অভিভাবকঅভিভাবিকা
বাহকবাহিকা
সহায়কসহায়িকা
প্রকাশকপ্রকাশিকা
ঙ) জাতি বাচক ‘অ’-কারান্ত শব্দের শেষে ‘ঈ’ প্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গ শব্দ পাওয়া যায়।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
পুত্রপুত্রী
ছাত্রছাত্রী
তরুণতরুণী
পাত্রপাত্রী
সিংহসিংহী
গৌরগৌরী
কপোতকপোতী
অষ্টাদশঅষ্টাদশী
তাপসতাপসী
আত্রেয়আত্রেয়ী
চ) ‘ঋ’-কারান্ত শব্দের শেষে ‘ঈ’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
নেতানেত্রী
ধাতাধাত্রী
মহানমহতী
সৎসতী
বৃহৎবৃহতী
সবিতাসবিত্রী
রচয়িতারচয়িত্রী
প্রণেতাপ্রণেত্রী
শ্রোতাশ্রোত্রী
শাস্ত্রাশাস্ত্রী
ছ) অনেক শব্দের শেষে ‘আনি’ ‘আনী’ প্রত্যয় যোগ করেও স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
চৌধুরীচৌধুরানী
মাতুলমাতুলানী
ঠাকুরঠাকুরানী
নাপিতনাপিতানি
রুদ্ররুদ্রাণী
মহেন্দ্রমহেন্দ্রানী
চাকর চাকরানি
শিবশিবানী
শুদ্রশূদ্রাণী
ভবভবানী
জ) অনেক শব্দের শেষে ‘ইনী’ ‘ইনি’ প্রত্যয় যোগ করেও স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
বাঘবাঘিনি
হরিণহরিণী
নাগনাগিনি
অভাগাঅভাগিনি
গোয়ালাগোয়ালিনী
কাঙালকাঙালিনী
লিঙ্গ পরিবর্তন PDF

File Details :


File Name : Gender & Gender Change Rules
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.6 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts