সুপার টেট – যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার মাধ্যম | Super TET Details in Bengali
আজকের পোস্টে সুপার টেট সম্পর্কে আলোচনা করলাম। যেটির মধ্যে সুপার টেট কি, সুপার টেট এর যোগ্যতা, সুপার টেট বয়সসীমা, সুপার টেট পরীক্ষার মাধ্যম ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে।
সুপার টেট কি
সুপার টেট হলো নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত রাজ্য শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত একটি মাধ্যম। এখানে শুধুমাত্র CTET/ TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারে।
সুপার টেটের শিক্ষাগত যোগ্যতা
- উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য অভীক্ষায় নূন্যতম ৫০% নম্বর সহ ডি.এল.এড/ বি.এড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীভুক্তদের ৪৫% নম্বর থাকলেই হবে।
- এছাড়া প্রার্থীকে অতি অবশ্যই TET/ CTET এ উত্তীর্ণ হতে হবে।
সুপার টেটের বয়সসীমা
প্রার্থীকে অবশ্যই ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে; তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
জাতীয়তা
ক্যান্ডিডেট বা পরীক্ষার্থীকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
পরীক্ষার মাধ্যম
অফলাইনে পরীক্ষা নেওয়া হবে।
Please mention the syllabus