Sunday, November 17, 2024
Homeস্ট্যাটিক জিকেপশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর তালিকা PDF | Sadar Sahar of West...

পশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর তালিকা PDF | Sadar Sahar of West Bengal Districts

পশ্চিমবঙ্গের জেলা সদরের নাম

পশ্চিমবঙ্গের সদর শহরের নাম | পশ্চিমবঙ্গের জেলা সদরের নাম

পশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর তালিকা PDF
পশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম ও তাদের জেলা সদর বা সদর শহরের নাম তালিকাকারে দেওয়া আছে।

পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ২৩টি জেলা আছে। নিম্নে তেইশটি জেলার নাম ও সদর শহরের নামের তালিকা দেওয়া হল –

পশ্চিমবঙ্গের জেলা ও সদর শহর
জেলাসদর শহর
আলিপুরদুয়ারআলিপুরদুয়ার
বাঁকুড়াবাঁকুড়া
পশ্চিম বর্ধমানআসানসোল
পূর্ব বর্ধমানবর্ধমান
বীরভূমসিউড়ি
কোচবিহারকোচবিহার
দার্জিলিংদার্জিলিং
দক্ষিণ দিনাজপুরবালুরঘাট
হুগলীচুঁচুড়া
হাওড়াহাওড়া
জলপাইগুড়িজলপাইগুড়ি
ঝাড়গ্রামঝাড়গ্রাম
কলকাতাকলকাতা
কালিম্পংকালিম্পং
মালদাইংলিশ বাজার
পশ্চিম মেদিনীপুরমেদিনীপুর
পূর্ব মেদিনীপুরতমলুক
মুর্শিদাবাদবহরমপুর
নদীয়াকৃষ্ণনগর
উত্তর ২৪ পরগনাবারাসাত
দক্ষিণ ২৪ পরগনাআলিপুর
পুরুলিয়াপুরুলিয়া
উত্তর দিনাজপুররায়গঞ্জ

File Details :


File Name : Sadar Sahar of West Bengal Districts
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.2 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts