Tuesday, November 12, 2024
Homeভারতের সংবিধানসংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution

সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution

সংবিধানে উল্লেখিত বিভিন্ন পদাধিকারীদের নির্বাচিত হওয়ার বয়স

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF | Age Limits in Indian Constitution

সংবিধানে উল্লেখিত বয়স সীমা
সংবিধানে উল্লেখিত বয়স সীমা

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF টি প্রদান করলাম। যেটিতে ভারতীয় সংবিধানে উল্লেখিত পদাধিকারীদের নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স সীমা এবং সর্বোচ্চ বয়স সীমা তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি প্রশ্ন এসে থাকে। যেমন- রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত ? রাজ্যপাল হিসেবে নিয়োগের জন্য ন্যূনতম বয়স কত হতে হয় ? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ? ইত্যাদি। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

সংবিধানে উল্লেখিত বয়স সীমা
পদের নামন্যূনতম বয়সসর্বোচ্চ বয়স
রাষ্ট্রপতি৩৫ বছরসীমা নেই
উপরাষ্ট্রপতি৩৫ বছরসীমা নেই
রাজ্যপাল৩৫ বছরসীমা নেই
মুখ্যমন্ত্রী২৫ বছরসীমা নেই
লোকসভার স্পিকার২৫ বছরসীমা নেই
লোকসভার সদস্য২৫ বছরসীমা নেই
রাজ্যসভার সদস্য৩০ বছরসীমা নেই
MLA২৫ বছরসীমা নেই
MLC৩০ বছরসীমা নেই
ভোটদান১৮ বছরসীমা নেই
পৌরসভার সদস্য২১ বছরসীমা নেই
পঞ্চায়েত সদস্য২১ বছরসীমা নেই
কারখানায় কাজ১৪ বছরসীমা নেই
CAGসীমা নেই৬৫ বছর
UPSC চেয়ারম্যানসীমা নেই৬৫ বছর
UPSC সদস্যসীমা নেই৬৫ বছর
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসীমা নেই৬৫ বছর
সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিসীমা নেই৬৫ বছর
হাইকোর্টের প্রধান বিচারপতিসীমা নেই৬২ বছর
হাইকোর্টের অন্যান্য বিচারপতিসীমা নেই৬২ বছর
অ্যাটর্নি জেনারেলসীমা নেই৬৫ বছর
অ্যাডভোকেট জেনারেলসীমা নেই৬২ বছর
সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF

File Details :


File Name : Age Limits in Indian Constitution
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.2 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts