Wednesday, October 9, 2024
Homeচাকরির খবরপাঁশকুড়া বনমালী কলেজে গেস্ট টিচার নিয়োগ

পাঁশকুড়া বনমালী কলেজে গেস্ট টিচার নিয়োগ

রাজ্যের কলেজে একাধিক বিষয়ে গেস্ট টিচার নিয়োগ

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পাঁশকুড়া বনমালী কলেজে গেস্ট টিচার নিয়োগ | Panskura Banamali College Recruitment 2022

পাঁশকুড়া বনমালী কলেজে গেস্ট টিচার নিয়োগ
পাঁশকুড়া বনমালী কলেজে গেস্ট টিচার নিয়োগ

সুপ্রিয় বন্ধুরা,
পাঁশকুড়া বনমালী কলেজে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একাধিক বিষয়ে গেস্ট টিচার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হল।

পদের নাম :

গেস্ট টিচার।

শুন্যপদ :

১০টি।

যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে :
  • Physical Education
  • NCC
  • Physics
  • Physiology
  • Geography
  • Microbiology
  • Biotechnology
  • Communicative English
  • Economics
শিক্ষাগত যোগ্যতা :

সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর সহ M.Sc / M.A করা থাকতে হবে।

আবেদন পদ্ধতি :

আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট ও বায়োডাটাসহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান :

পাঁশকুড়া বনমালী কলেজ,
পাঁশকুড়া,
পূর্ব মেদিনীপুর।

ইন্টারভিউর তারিখ :
  • Physical Education – 17/12/2022
  • NCC – 20/12/2022
  • Physics – 17/12/2022
  • Physiology – 17/12/2022
  • Geography – 17/12/2022
  • Microbiology – 16/12/2022
  • Biotechnology – 17/12/2022
  • Communicative English – 17/12/2022
  • Economics – 17/12/2022
রিপোর্টিং টাইম :

সকাল ১১টা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts