Thursday, April 25, 2024
Homeস্ট্যাটিক জিকেবিভিন্ন রাজ্যের উৎসব PDF | Festivals of India State wise List in...

বিভিন্ন রাজ্যের উৎসব PDF | Festivals of India State wise List in Bengali

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিখ্যাত উৎসব সমূহ

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব PDF | Festivals of India State wise List in Bengali PDF

বিভিন্ন রাজ্যের উৎসব PDF
বিভিন্ন রাজ্যের উৎসব PDF

সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন রাজ্যের উৎসব থেকে বেশি বেশি করে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন রাজ্যের উৎসব PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের উল্লেখযোগ্য উৎসব সমূহ তালিকাকারে দেওয়া আছে।

বিভিন্ন রাজ্যের উৎসব
রাজ্যউৎসব
অন্ধ্রপ্রদেশউগাদি, ব্রহ্মোৎসব
অরুণাচল প্রদেশলোসার উৎসব, রেহ উৎসব, ড্রী উৎসব, মোপিন
আসামবিহু, অম্বুবাচি উৎসব
বিহারছট্‌ পূজা, বিহুলা
ছত্তিশগড়মাঘি পূর্ণিমা
গোয়ামান্দ, কার্নিভাল
গুজরাটনবরাত্রি, জন্মাষ্টমী, উত্তরায়ণ, Kutch উৎসব
হিমাচল প্রদেশরাখাদুমনি, গোচি উৎসব
হরিয়ানাবৈশাখী
জম্মু ও কাশ্মীরহর নবমী, ছড়ি, বাহু মেলা, দসমোচে
ঝাড়খণ্ডকরম উৎসব, হোলি, রোহিণী, টুসু
কর্ণাটকমহীশুর দশেরা, উগাদি
কেরালাওনাম, বিষু
লাদাখলোসার উৎসব, হেমিস
মধ্যপ্রদেশলোক-রঙ উৎসব, তেজাজি, খুজারাহো
মেঘালয়খাসি, ওয়াংগালা
মহারাষ্ট্রগণেশ উৎসব, গুড়ি পড়বা
মণিপুরইয়াওশাং, পোরাগ, চাভাং কূট
মিজোরামচাপচার কুট
নাগাল্যান্ডহর্নবিল উৎসব, মোয়াটসু উৎসব
ওড়িশারথযাত্রা, নুকাহাই, রাজা পর্ব
পাঞ্জাবলোহরি, বৈশাখী
রাজস্থানগঙ্গৌর, বুন্দি
সিকিমলোসার উৎসব, সাগা দাওয়া
তামিলনাড়ুপোঙ্গল, জালিকাট্টু
তেলেঙ্গানাবোনালু, বাথুকাম্মা
ত্রিপুরাখার্চি পূজা
উত্তরাখণ্ডগঙ্গা দশেরা
উত্তরপ্রদেশরাম নবমী, নবরাত্রি, গঙ্গা মহোৎসব
পশ্চিমবঙ্গদুর্গাপূজা, দোল পূর্ণিমা
বিভিন্ন রাজ্যের উৎসব PDF

File Details :


File Name : Festivals of India State wise List
Language : Bengali
No. of Pages : 03
Size : 01 mb

Important Questions :

উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?
Ans: অন্ধ্রপ্রদেশ।

রেহ কোন রাজ্যের উৎসব ?
Ans: অরুণাচল প্রদেশ।

বিহু কোন রাজ্যের উৎসব ?
Ans: আসাম।

বিহুলা উৎসব কোন রাজ্যে জনপ্রিয় ?
Ans: বিহার।

Kutch উৎসব কোন রাজ্যের ?
Ans: গুজরাট।

বৈশাখী কোন রাজ্যের উৎসব ?
Ans: পাঞ্জাব ও হরিয়ানা।

বিষু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব ?
Ans: কেরল।

লোসার কোন রাজ্যের উৎসব ?
Ans: লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ।

চাপচার কুট উৎসব কোন রাজ্যের ?
Ans: মিজোরাম।

পোঙ্গল কোন রাজ্যের উৎসব ?
Ans: তামিলনাড়ু।

জালিকাট্টু কোন রাজ্যের উৎসব ?
Ans: তামিলনাড়ু।

হেমিস কোন রাজ্যের উৎসব ?
Ans: জম্মু ও কাশ্মীর।

ওনাম কোন রাজ্যের উৎসব ?
Ans: কেরল।

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts