Saturday, April 27, 2024
Homeরেলওয়ে গ্রুপ ডিআরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF

আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF

আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন

আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF | RRB Group D 19th September 2022 Analysis

আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF
আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF শেয়ার করলাম। যেটিতে ১৯শে সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ও সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য কোনটি ?
উত্তর: মহাভারত।

প্রশ্ন: দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর: নীলগিরি।

প্রশ্ন: মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত ?
উত্তর: ব্রহ্মপুত্র।

প্রশ্ন: বিশু উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তর: কেরালা।

প্রশ্ন: দীপিকা পল্লীকল কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: স্কোয়াশ।

প্রশ্ন: গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্ন: মানব চোখের কোন অংশ রঙ নির্ধারণ করে ?
উত্তর: আইরিশ।

প্রশ্ন: ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় ?
উত্তর: রাজেন্দ্র সিং।

প্রশ্ন: সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত হয় ?
উত্তর: তামিল ভাষায়।

প্রশ্ন: ২০১৯ সালের লোকসভা নির্বাচন কততম নির্বাচন ছিল ?
উত্তর: ১৭তম।

প্রশ্ন: ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর: শতদ্রু নদী।

প্রশ্ন: কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায় ?
উত্তর: জিপসাম।

প্রশ্ন: ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে মোট কতগুলি ভাষা আছে ?
উত্তর: ২২টি।

প্রশ্ন: অষ্টক সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তর: নিউল্যান্ড।

প্রশ্ন: টিস্কো কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯০৭ সালে।

আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF

File Details :


File Name : RRB Group D 19th Sep 2022 Analysis
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB

Read More :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts