Saturday, November 2, 2024
Homeরেলওয়ে গ্রুপ ডিRailway Group D 15th September 2022 Analysis in Bengali

Railway Group D 15th September 2022 Analysis in Bengali

Railway Group D 15th September 2022 Analysis in Bengali

Railway Group D 15th September 2022 Analysis in Bengali

Railway Group D 15th September 2022 Analysis in Bengali
Railway Group D 15th September 2022 Analysis in Bengali

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেটিতে ১৫ই সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ও সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন –

প্রশ্নঃ ইহুদিরা কোন উৎসব মোমবাতি জ্বালিয়ে পালন করে ?
উত্তরঃ হানুক্কা।

প্রশ্নঃ গোয়ার সরকারী ভাষা কি ?
উত্তরঃ কোঙ্কনি।

প্রশ্নঃ সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে।

প্রশ্নঃ ভারতের কোথায় প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার খোলা হয়েছে ?
উত্তরঃ কেরলে।

প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ?
উত্তরঃ টাংস্টেন।

প্রশ্নঃ গ্লুকোজ এর সংকেত কি ?
উত্তরঃ C6H12O6.

প্রশ্নঃ কোন রাজ্য সরকার ই-পঞ্চায়েত পুরস্কার ২০২১ জিতেছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

প্রশ্নঃ মার্চ ২০২২ পর্যন্ত মোট কতগুলি শাস্ত্রীয় ভাষা আছে ?
উত্তরঃ ছয়টি।

প্রশ্নঃ RBI এর গভর্নর পদে শক্তিকান্ত দাস কত সালে নিযুক্ত হন ?
উত্তরঃ ২০১৮ সালে।

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ আর.কে. সম্মূখম চেট্টি।

প্রশ্নঃ বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।

প্রশ্নঃ NBFC এর সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Non Banking Financial Companies.

প্রশ্নঃ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

প্রশ্নঃ ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায় ?
উত্তরঃ দুধে।

প্রশ্নঃ আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি মৌল আছে ?
উত্তরঃ ১১৮টি।

প্রশ্নঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল ?
উত্তরঃ রাজস্থান।

প্রশ্নঃ প্রিয়াঙ্কা নুটাক্কি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ দাবা।

Railway Group D 15th Sep 2022 Analysis PDF

File Details :


File Name : Railway Group D 15th Sep 2022 Analysis
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts