আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF | RRB Group D 19th September 2022 Analysis
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF শেয়ার করলাম। যেটিতে ১৯শে সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ও সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য কোনটি ?
উত্তর: মহাভারত।
প্রশ্ন: দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর: নীলগিরি।
প্রশ্ন: মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত ?
উত্তর: ব্রহ্মপুত্র।
প্রশ্ন: বিশু উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তর: কেরালা।
প্রশ্ন: দীপিকা পল্লীকল কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: স্কোয়াশ।
প্রশ্ন: গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ।
প্রশ্ন: মানব চোখের কোন অংশ রঙ নির্ধারণ করে ?
উত্তর: আইরিশ।
প্রশ্ন: ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় ?
উত্তর: রাজেন্দ্র সিং।
প্রশ্ন: সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত হয় ?
উত্তর: তামিল ভাষায়।
প্রশ্ন: ২০১৯ সালের লোকসভা নির্বাচন কততম নির্বাচন ছিল ?
উত্তর: ১৭তম।
প্রশ্ন: ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর: শতদ্রু নদী।
প্রশ্ন: কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায় ?
উত্তর: জিপসাম।
প্রশ্ন: ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে মোট কতগুলি ভাষা আছে ?
উত্তর: ২২টি।
প্রশ্ন: অষ্টক সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তর: নিউল্যান্ড।
প্রশ্ন: টিস্কো কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯০৭ সালে।
আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র PDF
File Details :
File Name : RRB Group D 19th Sep 2022 Analysis
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB