Thursday, October 10, 2024
Homeচাকরির খবরআশা কর্মী নিয়োগ 2022 | পুরুলিয়া মানবাজার

আশা কর্মী নিয়োগ 2022 | পুরুলিয়া মানবাজার

Purulia Manbazar Asha Karmi Recruitment 2022

পুরুলিয়ার মানবাজারে আশা কর্মী নিয়োগ 2022 | অফিশিয়াল নোটিফিকেশন

পুরুলিয়ার মানবাজারে আশা কর্মী নিয়োগ 2022
পুরুলিয়ার মানবাজারে আশা কর্মী নিয়োগ 2022

সুপ্রিয় বন্ধুরা,
আশা সিলেকশন কমিটির তরফ থেকে পুরুলিয়ার মানবাজারে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিম্নে পুরুলিয়া মানবাজার আশা কর্মী রিক্রুটমেন্ট এর শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হল।

পদের নাম

আশা কর্মী

নিয়োগ করা হবে

মানবাজার মহকুমার বিভিন্ন ব্লকের অন্তর্গত গ্রাম গুলিতে।

শুন্যপদ

এই রিক্রুটমেন্টের মাধ্যমে মোট 42 জনকে নিয়োগ করা হবে।

বয়সসীমা

  • 01/01/2022 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ।

অন্যান্য যোগ্যতা

  • অবশ্যই মহিলা হতে হবে।
  • কেবলমাত্র বিবাহিত/ডিভোর্সি/বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।
  • সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন

মাসিক বেতন 4500 টাকা ও অন্যান্য ভাতা।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন মূল্য

কোনো রকম টাকা লাগবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Office of the Concerned Block Development Officer, Pucha, Manbazar-l, Manbazar-ll, Bandwan & Barabazar Development Block.

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র

নিয়োগ পদ্ধতি

মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ05.08.2022
আবেদন শুরু10.08.2022
আবেদন শেষ05.09.2022

সমস্ত কিছু সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদনপত্রDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts