Thursday, October 10, 2024
Homeচাকরির খবরক্লার্ক ও পিওন নিয়োগ 2022 | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার

ক্লার্ক ও পিওন নিয়োগ 2022 | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার

এইট ও মাধ্যমিক পাশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে কর্মী নিয়োগ ২০২২

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে ক্লার্ক, পিওন ও ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদে কর্মী নিয়োগ 2022

এইট ও মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২২
এইট ও মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২২

সুপ্রিয় বন্ধুরা,
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের তরফ থেকে তাদের সেন্টারে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিম্নে নিয়োগের শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হল।

পদের নাম

  • ক্লার্ক
  • পিওন
  • ওয়ার্কশপ ইন্সট্রাক্টর

শুন্যপদ

মোট শুন্যপদ 9টি। নীচে পদ ও ক্যাটাগরি অনুযায়ী শুন্যপদ দেওয়া হল –

Name of the postTradeCategoryNumber
of Posts
Workshop InstructorFitterST01
Workshop InstructorDraughtsman
Mechanical
OBC (A)01
Workshop InstructorWelderOBC (A)01
Workshop InstructorWelderOBC (B)01
Workshop InstructorMechanic
Motor
Vehicles
SC01
Workshop InstructorRefrigeration
and Air
conditioning
SC01
Workshop InstructorElectricianUR01
ClerkST01
PeonUR (Preferably
Ex-Serviceman)
01

ক্লার্ক পদের ক্ষেত্রে

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ।

অন্যান্য যোগ্যতা

কম্পিউটার অপারেশনে জ্ঞান

বেতন

প্রতিমাসে 22,700 – 58,500 টাকা পর্যন্ত।

বয়সসীমা

18 থেকে 40 বছরের মধ্যে।

পিয়ন পদের ক্ষেত্রে

শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেণি পাশ।

অন্যান্য যোগ্যতা

বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।

বেতন

প্রতিমাসে 17,000 – 43,600 টাকা পর্যন্ত।

বয়সসীমা

18 থেকে 40 বছরের মধ্যে।

ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ এবং আবেদনের সংশ্লিষ্ট Trade এ ডিপ্লোমা থাকতে হবে।

বেতন

প্রতিমাসে 27,000 – 69,800 টাকা পর্যন্ত।

বয়সসীমা

18 থেকে 39 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt.
Sponsored), Narendrapur, P.O- Narendrapur, Kolkata-700103, WB.

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ10.08.2022
আবেদন শুরু10.08.2022
আবেদন শেষ11.09.2022

সমস্ত কিছু সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশনDownload
আবেদনপত্রDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts