Thursday, October 10, 2024
Homeচাকরির খবরRRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | RRB NTPC Recruitment 2024

RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | RRB NTPC Recruitment 2024

RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | RRB NTPC Recruitment 2024

RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | RRB NTPC Recruitment 2024

RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | RRB NTPC Recruitment 2024
RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | RRB NTPC Recruitment 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডরেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
শুন্যপদ৮১১৩টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটrrbapply.gov.in
পদের নাম :
  • চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার
  • স্টেশন মাস্টার
  • গুডস ট্রেন ম্যানেজার
  • জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
  • সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
শুন্যপদ :
পদের নামশুন্যপদ
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার১৭৩৬টি
স্টেশন মাস্টার৯৯৪টি
গুডস ট্রেন ম্যানেজার৩১৪৪টি
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট১৫০৭টি
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট৭৩২টি
মোট৮১১৩টি
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে।

মাসিক বেতন :
পদের নামবেতন
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার৩৫,৪০০/-
স্টেশন মাস্টার৩৫,৪০০/-
গুডস ট্রেন ম্যানেজার২৯,২০০/-
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট২৯,২০০/-
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট২৯,২০০/-
আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১৪ই সেপ্টেম্বর ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ১৫ই অক্টোবর ২০২৪

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
হোয়াটসঅ্যাপে যুক্ত হোনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts