Wednesday, December 4, 2024
Homeচাকরির খবরব্লক কো-অর্ডিনেটর (আশা) পদে কর্মী নিয়োগ - যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি

ব্লক কো-অর্ডিনেটর (আশা) পদে কর্মী নিয়োগ – যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি

রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ

ব্লক কো-অর্ডিনেটর (আশা) পদে কর্মী নিয়োগ ২০২৩ | Jhargram Block Programme Coordinator Recruitment

রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ
রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, ঝাড়গ্ৰাম ও গোপীবল্লভপুর-১ নং ব্লকে আশা কো-অর্ডিনেটর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :

কো-অর্ডিনেটর (আশা)।

শুন্যপদ :

মোট শুন্যপদ ৩টি। যথা-

  • নয়াগ্রাম : ১টি।
  • ঝাড়গ্ৰাম : ১টি।
  • গোপীবল্লভপুর-১ : ১টি।
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Science / Sociology / Social Anthropology / Social Work / Rural Development / Economic -এ Master’s Degree করা থাকতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন :

১৬,৮০০/- টাকা।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

To,
The Sub-divisional Officer & Member Secretary,
Jhargram Sub Division
AT – Jhargram
P.O. – Jhargram
Dist. – Jhargram,
Pin- 721507

নিয়োগ পদ্ধতি :

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১৩ই জানুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ৩১শে জানুয়ারি ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts