Monday, September 9, 2024
Homeএএনএম ও জিএনএমWB ANM GNM Notification 2023

WB ANM GNM Notification 2023

এএনএম ও জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা ২০২৩

West Bengal ANM & GNM Entrance Exam 2023 Notification Download

WB ANM GNM Notification 2023
WB ANM GNM Notification 2023

সুপ্রিয় বন্ধুরা,
WBJEE তথা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড এর পক্ষ থেকে ANM GNM 2023 কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীচে এই বিজ্ঞপ্তি সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হল-

WB ANM GNM 2023
Exam BoardWBJEE
Exam NameWB ANM GNM 2023
QualificationHS Pass
Exam Date02.07.2023
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই বছর অর্থাৎ ২০২৩ এড় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়াও যারা হেলথ কেয়ার সাইন্স বিষয়ে ভোকেশনাল এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা :

৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

জেনারেল (UR) প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা এবং SC / ST / PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা।

পরীক্ষার তারিখ :

২রা জুলাই ২০২৩ (দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত)।

নিয়োগ পদ্ধতি :

মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

WB ANM GNM 2023 Exam
Exam TypeMCQ
No. of Questions100
Full Marks115
Duration90 Minutes
Negative Marking0.25
Exam LanguageBengali & English
WB ANM GNM 2023 Syllabus
SubCategory-1Category-2Total No. of QuestionsTotal Marks
Life Sc30104050
Physical Sc1552025
Basic English151515
Mathematics101010
General Knowledge101010
Logical Reasoning555
Total8515100115
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১৭ই জানুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ১৩ই ফেব্রুয়ারি ২০২৩

আরও বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts