Saturday, April 27, 2024
Homeকারেন্ট অ্যাফেয়ার্সHeads of Important Offices in India 2022 Bengali PDF | Updated

Heads of Important Offices in India 2022 Bengali PDF | Updated

ভারতের গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি

Heads of Important Offices in India 2022 Bengali PDF | Updated

Heads of Important Offices in India
Heads of Important Offices in India

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে Heads of Important Offices in India 2022 Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের পদাধিকারী ব্যক্তি তথা বর্তমানে কে কোন পদে আছেন তা তালিকাকারে দেওয়া আছে।

প্রায় প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকটি থেকে অন্তত একটি প্রশ্ন এসেই থাকে, তাই আমরা আশা রাখছি ভারতের পদাধিকারী ব্যক্তি তালিকাটি আপনাদের ভীষণ কাজে দেবে। তাই দেরী না করে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।

ভারতের পদাধিকারী ব্যক্তি
পদপদাধিকারী ব্যক্তি
রাষ্ট্রপতিদ্রৌপদী মুর্মু
উপরাষ্ট্রপতিজগদীপ ধনখড়
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী
মুখ্য নির্বাচন কমিশনাররাজীব কুমার
চিফ ইনফরমেশন কমিশনারযশোবর্ধন কুমার সিনহা
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিউদয় উমেশ ললিত
সেনা প্রধানমনোজ পাণ্ডে
নৌসেনা প্রধানঅ্যাডমিরাল হরি কুমার
বায়ুসেনা প্রধানবিবেক রাম চৌধুরী
অ্যাটর্নি জেনারেলকে. কে. ভেনুগোপাল
BSF ডিরেক্টর জেনারেলপঙ্কজ কুমার সিং
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরশক্তিকান্ত দাস
লোকসভার স্পিকারওম বিড়লা
ED ডিরেক্টরসঞ্জয় কুমার মিশ্র
IB ডিরেক্টরতপন ডেকা
CRPF ডিরেক্টরশ্রী কুলদীপ সিং
CBI ডিরেক্টরসুবোধ কুমার জয়সওয়াল
ইসরো চেয়ারম্যানএস. সোমনাথ
DRDO চেয়ারম্যানসমীর ভি. কামাত
NABARD চেয়ারম্যানডঃ জি. আর. চিন্তালা
SSC চেয়ারম্যানএস. কিশোর
UPSC চেয়ারম্যানডঃ মনোজ সোনি
SBI চেয়ারম্যানদীনেশ কুমার খাড়া
LIC চেয়ারম্যানএম. আর. কুমার
নীতি আয়োগ CEOপরমেশ্বরন আইয়ার
CAGশ্রী গিরিশ চন্দ্র মূর্মু
BCCI প্রেসিডেন্টসৌরভ গাঙ্গুলী
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাঅজিত কুমার দোভাল
জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানরেখা শর্মা
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টঅনিল খান্না
হোম সেক্রেটারিঅজয় কুমার ভাল্লা
ডিফেন্স সেক্রেটারিঅজয় কুমার
ক্যাবিনেট সেক্রেটারিরাজীব গৌবা
রেভেনিউ সেক্রেটারিতরুণ বাজাজ
ফাইন্যান্স সেক্রেটারিটি. ভি. সোমানাথন

Last Update: 29 August 2022

File Details :


File Name : Heads of Important Offices in India
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.6 MB

Important Questions :

Heads of Important Offices in India বা ভারতের পদাধিকারী ব্যক্তি এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলি বারবার আসতে দেখা যায়, সেগুলি নীচে দেওয়া হল –

ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে ?
Ans: রাজীব কুমার।

ভারতের বর্তমান চিফ ইনফরমেশন কমিশনার কে ?
Ans: যশোবর্ধন কুমার সিনহা।

ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
Ans: উদয় উমেশ ললিত।

বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল কে ?
Ans: কে. কে. ভেনুগোপাল।

বর্তমান ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ?
Ans: শক্তিকান্ত দাস।

ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
Ans: এস. সোমনাথ।

নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে ?
Ans: ডঃ জি. আর. চিন্তালা।

নীতি আয়োগ এর বর্তমান CEO কে ?
Ans: পরমেশ্বরন আইয়ার।

বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ?
Ans: অজিত কুমার দোভাল।

বর্তমানে ভারতের রেভেনিউ সেক্রেটারি কে ?
Ans: তরুণ বাজাজ।

ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
Ans: জগদীপ ধনখড়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts