Saturday, December 7, 2024
Homeবাংলা ব্যাকরণবাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF | Bengali Grammar Questions and Answers

বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF | Bengali Grammar Questions and Answers

গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF

বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF | Bengali Grammar Questions and Answers PDF

বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর
বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের একটি বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF প্রদান করলাম। যেটিতে বাংলা ব্যাকরণ থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ ৬৬টি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর :

০১. ভাষার মূল উপকরণ কি ?
উত্তরঃ ভাষার মূল উপকরণ বাক্য।

০২. ভাষার মূল উপাদান কোনটি ?
উত্তরঃ ভাষার মূল উপাদান ধ্বনি।

০৩. ভাষার বৃহত্তম একক কি ?
উত্তরঃ ভাষার বৃহত্তম একক বাক্য।

০৪. ভাষার ক্ষুদ্রতম একক কি ?
উত্তরঃ ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি।

০৫. বাক্যের মৌলিক উপাদান কোনটি ?
উত্তরঃ বাক্যের মৌলিক উপাদান শব্দ।

০৬. বাক্যের মূল উপাদান কোনটি ?
উত্তরঃ বাক্যের মূল উপাদান শব্দ।

০৭. বাক্যের মূল উপকরণ কি ?
উত্তরঃ বাক্যের মূল উপকরণ শব্দ।

০৮. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ?
উত্তরঃ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ।

০৯. শব্দের মূল উপাদান কি ?
উত্তরঃ শব্দের মূল উপাদান ধ্বনি।

১০. শব্দের মূল উপকরণ কোনটি ?
উত্তরঃ শব্দের মূল উপকরণ ধ্বনি।

১১. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ?
উত্তরঃ শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।

১২. ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে ?
উত্তরঃ বর্ণ।

১৩. ভাষার ইট বলা হয় কাকে ?
উত্তরঃ বর্ণকে।

১৪. ভাষার স্বর বলা হয় কোনটিকে ?
উত্তরঃ ধ্বনিকে।

১৫. ভাষার ছাদ বলা হয় কাকে ?
উত্তরঃ বাক্যকে।

১৬. বাংলা ভাষার রীতি কয়টি ও কি কি ?
উত্তরঃ ২ টি। যথা- সাধু ও চলিত।

১৭. ভাষার মৌলিক অংশ কয়টি ?
উত্তরঃ ৪ টি।

১৮. ভাষার আলোচ্য বিষয় কয়টি ?
উত্তরঃ ৪টি।

১৯. বাংলা ভাষায় ধ্বনি প্রধানত কয় প্রকার ?
উত্তরঃ ২ প্রকার। যথা- স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি।

২০. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ আছে ?
উত্তরঃ ৫০টি।

২১. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
উত্তরঃ ১১ টি।

২২. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি ?
উত্তরঃ ৩৯টি।

২৩. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ কয়টি ?
উত্তরঃ ৭টি (অ, আ, ই, উ, এ, অ্যা, ও)।

২৪. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি ?
উত্তরঃ ১০ টি (এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।

২৫. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি ?
উত্তরঃ ৮টি (ঋ, খ, গ, ণ, থ, প, ধ, শ)।

২৬. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি ?
উত্তরঃ ৩২টি (অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়)।

২৭. পূর্ণমাত্রার বর্ণ কয়টি ও কি কি ?
উত্তরঃ ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ)।

২৮. পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি ?
উত্তরঃ ২৬টি (ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়)।

২৯. বাংলা ধ্বনির মতো বর্ণ কয় প্রকার ?
উত্তরঃ দুই প্রকার। যথা- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।

৩০. স্বরবর্ণের কার চিহ্ন কয়টি ?
উত্তরঃ ১০টি (আ=া, ই= ি, ঈ=ী, উ=ু, ঊ=ূ, ঋ ৃ, এ= ে, ঐ= ৈ, ও= ো, ঔ= ৌ)।

৩১. কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ –
উত্তরঃ ১টি (অ)।

৩২. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি ?
উত্তরঃ ২টি (ঐ এবং ঔ)।

৩৩. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?
উত্তরঃ ২৫টি।

৩৪. মাত্রাহীন স্বরবর্ণ কয়টি ?
উত্তরঃ ৪টি (এ, ঐ, ও, ঔ)।

৩৫. মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি ?
উত্তরঃ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।

৩৬. অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি ?
উত্তরঃ ১টি (ঋ)।

৩৭. অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি ?
উত্তরঃ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।

৩৮. বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর কয়টি ?
উত্তরঃ ৪টি (অ, ই, উ, ঋ)।

৩৯. বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর কয়টি ?
উত্তরঃ ৭টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।

৪০. শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি কতটি ?
উত্তরঃ ৪টি।

৪১. স্পর্শ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ২৫টি।

৪২. কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি কতটি ?
উত্তরঃ ৫টি (ক, খ, গ, ঘ, ঙ)।

৪৩. তালব্য ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৫টি (চ, ছ, জ, ঝ, ঞ)।

৪৪. মূর্ধন্য ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৫টি (ট, ঠ, ড, ঢ, ণ)।

৪৫. দন্ত ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৫টি (ত, থ, দ, ধ, ন)।

৪৬. পার্শ্বিক ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১টি (ল)।

৪৭. নাসিক্য ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৫টি (ঙ, ঞ, ণ, ন, ম)।

৪৮. অন্তঃস্থ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৪টি (য, র, ল, ব)।

৪৯. তাড়নজাত ধ্বনি কয়টি ?
উত্তরঃ ২টি (ড়, ঢ়)।

৫০. কম্পনজাত ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১টি (র)।

৫১. পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ কয়টি ?
উত্তরঃ ৩টি।

৫২. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ?
উত্তরঃ কার।

৫৩. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ?
উত্তরঃ ফলা।

৫৪. বাংলা সন্ধি কত প্রকার ও কি কি ?
উত্তরঃ ২ প্রকার (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি)।

৫৫. ক্রমবাচক সংখ্যা কত প্রকার ?
উত্তরঃ ৪ প্রকার।

৫৬. কারক কত প্রকার ?
উত্তরঃ ৬ প্রকার। (কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ)।

৫৭. সমাস সাধারণত কত প্রকার ?
উত্তরঃ ৬ প্রকার (দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি)।

৫৮. বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ ৪ প্রকার। যথা- অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক।

৫৯. ণ -ত্ব বিধানের নিয়ম –
উত্তরঃ ৪টি।

৬০. লিঙ্গ কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ ৪ প্রকার (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)।

৬১. বচন কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার। যথা- একবচন, বহু বচন।

৬২. উপসর্গ কত প্রকার ?
উত্তরঃ ৩ প্রকার। খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)।

৬৩. প্রত্যয় কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার। যথা- ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়।

৬৪. দ্বিরুক্তি কত প্রকার ?
উত্তরঃ ৩ প্রকার। যথা- শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি।

৬৫. বাক্য প্রধানত কত প্রকার ?
উত্তরঃ ৩ প্রকার। যথা- সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।

৬৬. বাক্যের কয়টি অংশ ও কি কি ?
উত্তরঃ ২টি, উদ্দেশ্য ও বিধেয়।

বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF

File Details :


File Name : Bengali Grammar Questions and Answers
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts