লিঙ্গ পরিবর্তন PDF | Gender & Gender Change Rules in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন নিয়ে আলোচনা করলাম। যেটির মধ্যে জেন্ডার বা লিঙ্গ এর সংজ্ঞা, লিঙ্গের শ্রেণিবিভাগ, উদাহরণ এবং লিঙ্গ পরিবর্তনের সূত্র বা নিয়ম সুন্দরভাবে আলোচনা করা আছে। আমরা আশা রাখছি এই পোস্টটির মাধ্যমে আপনারা লিঙ্গ পরিবর্তন সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন।
■ লিঙ্গ কাকে বলে ?
লিঙ্গ কথাটির অর্থ লক্ষণ বা চিহ্ন। যে লক্ষণ বা চিহ্নের সাহায্যে স্ত্রী বা পুরুষ অথবা স্ত্রী-পুরুষ কোনটিই নয়, কিংবা স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়, তাকে লিঙ্গ বলে।
■ লিঙ্গ কয় প্রকার ও কি কি ?
লিঙ্গ সাধারণত চার প্রকারের। যথা-
১) পুংলিঙ্গ
২) স্ত্রীলিঙ্গ
৩) ক্লীবলিঙ্গ
৪) উভয়লিঙ্গ
■ পুংলিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দের দ্বারা শুধুমাত্র পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায়, তাকে পুংলিঙ্গ বলে। যেমন- পিতা, শিক্ষক, বালক, ছাত্র, রাজা, পুত্র ইত্যাদি।
■ স্ত্রীলিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দের দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন- মাতা, শিক্ষিকা, বালিকা, ছাত্রী, রাণী কন্যা ইত্যাদি।
■ ক্লীবলিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দের দ্বারা স্ত্রী-পুরুষ কোনকিছুকে না বুঝিয়ে অপ্রাণীবাচক কোন কিছুকে বোঝায়, তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন- টেবিল, চেয়ার, কলম, বই ইত্যাদি।
■ উভয়লিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দ স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়, তাকে উভয়লিঙ্গ বলে। যেমন- শিশু, সন্তান, মন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি ইত্যাদি।
■ লিঙ্গ পরিবর্তনের নিয়মঃ
বাক্যে ব্যবহারের জন্য অনেক সময় পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গ শব্দে রূপান্তর করা হয়। এই রূপান্তর বা পরিবর্তন যেমন-তেমনভাবে হয় না, এই পরিবর্তনের কিছু নিয়ম আছে। এইভাবে পুংলিঙ্গবাচক বা স্ত্রীলিঙ্গবাচক শব্দকে অন্য লিঙ্গে পরিবর্তন করাকে বলা হয় লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর।
ক্লীবলিঙ্গ শব্দের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। আর উভয়লিঙ্গ শব্দের আগে কখনো-কখনো পুরুষবাচক (যেমন- পুরুষ, মদ্দা, বেটা ইত্যাদি) এবং স্ত্রীবাচক (যেমন- নারী, মহিলা, মেয়ে, মাদি, কন্যা ইত্যাদি) শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন করা যায়। যেমন- বেটাছেলে, মেয়েছেলে, পুত্র সন্তান, মদ্দা হাঁস ইত্যাদি।
এছাড়াও কিছু কিছু পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দের কোনো লিঙ্গান্তর হয় না। এদের নিত্য পুংলিঙ্গ ও নিত্য স্ত্রীলিঙ্গ বলে।
■ নিত্য পুংলিঙ্গ – অকৃতদার, বিপত্নীক, সভাপতি, কবি, মন্ত্রী ইত্যাদি।
■ নিত্য স্ত্রীলিঙ্গ – বিধবা, অঙ্গনা, ললনা, লক্ষ্মী ইত্যাদি।
লিঙ্গ পরিবর্তনের দৃষ্টান্ত
ক) সম্পূর্ণ আলাদা শব্দ দিয়ে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ বোঝানো যায়।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
স্বামী | স্ত্রী |
ছেলে | মেয়ে |
পুত্র | কন্যা |
বর | বধূ |
কর্তা | গিন্নি |
পিতা | মাতা |
শ্বশুর | শাশুড়ি |
রাজা | রাণী |
জনক | জননী |
সাহেব | ম্যাম |
খ) শব্দের আগে ও পরে স্ত্রীলোক-বাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
লোক | স্ত্রীলোক |
হাতি | মাদি হাতি |
এঁড়ে বাছুর | বকনা বাছুর |
বেনে | বেনেবৌ |
বামুন | বামুনগিন্নি |
পুলিশ | মেয়ে পুলিশ |
ঠাকুরপো | ঠাকুরঝি |
মৌমাছি | স্ত্রীমৌমাছি |
বসু | বসুজায়া |
বোলতা | স্ত্রী বোলতা |
গ) অনেক পুংলিঙ্গ শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ বোঝানো হয়ে থাকে।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
অনাথ | অনাথা |
তনয় | তনয়া |
বৃদ্ধ | বৃদ্ধা |
পূজনীয় | পূজনীয়া |
কোকিল | কোকিলা |
মনোহর | মনোহরা |
মহাশয় | মহাশয়া |
দ্বিতীয় | দ্বিতীয়া |
প্রিয়তম | প্রিয়তমা |
নন্দন | নন্দনা |
ঘ) যে সমস্ত শব্দের শেষে ‘অক’ বা ‘ইক’ আছে তাদের শেষ ‘আ’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ বোঝানো হয়ে থাকে।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
অধ্যাপক | অধ্যাপিকা |
সম্পাদক | সম্পাদিকা |
নায়ক | নায়িকা |
পাঠক | পাঠিকা |
গায়ক | গায়িকা |
বালক | বালিকা |
অভিভাবক | অভিভাবিকা |
বাহক | বাহিকা |
সহায়ক | সহায়িকা |
প্রকাশক | প্রকাশিকা |
ঙ) জাতি বাচক ‘অ’-কারান্ত শব্দের শেষে ‘ঈ’ প্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গ শব্দ পাওয়া যায়।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
পুত্র | পুত্রী |
ছাত্র | ছাত্রী |
তরুণ | তরুণী |
পাত্র | পাত্রী |
সিংহ | সিংহী |
গৌর | গৌরী |
কপোত | কপোতী |
অষ্টাদশ | অষ্টাদশী |
তাপস | তাপসী |
আত্রেয় | আত্রেয়ী |
চ) ‘ঋ’-কারান্ত শব্দের শেষে ‘ঈ’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
নেতা | নেত্রী |
ধাতা | ধাত্রী |
মহান | মহতী |
সৎ | সতী |
বৃহৎ | বৃহতী |
সবিতা | সবিত্রী |
রচয়িতা | রচয়িত্রী |
প্রণেতা | প্রণেত্রী |
শ্রোতা | শ্রোত্রী |
শাস্ত্রা | শাস্ত্রী |
ছ) অনেক শব্দের শেষে ‘আনি’ ‘আনী’ প্রত্যয় যোগ করেও স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
চৌধুরী | চৌধুরানী |
মাতুল | মাতুলানী |
ঠাকুর | ঠাকুরানী |
নাপিত | নাপিতানি |
রুদ্র | রুদ্রাণী |
মহেন্দ্র | মহেন্দ্রানী |
চাকর | চাকরানি |
শিব | শিবানী |
শুদ্র | শূদ্রাণী |
ভব | ভবানী |
জ) অনেক শব্দের শেষে ‘ইনী’ ‘ইনি’ প্রত্যয় যোগ করেও স্ত্রীলিঙ্গ করা যায়।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
---|---|
বাঘ | বাঘিনি |
হরিণ | হরিণী |
নাগ | নাগিনি |
অভাগা | অভাগিনি |
গোয়ালা | গোয়ালিনী |
কাঙাল | কাঙালিনী |
লিঙ্গ পরিবর্তন PDF
File Details :
File Name : Gender & Gender Change Rules
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.6 MB