মাদ্রাসা নিয়োগবিধিতে বদল, জেনে নিন নতুন নিয়মগুলি
রাজ্যে স্কুলস্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিটে কারচুপি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে, যার কারণে মামলার পর মামলা চলছে। এই পরিস্থিতির কারণে মাদ্রাসা সার্ভিস কমিশন আসন্ন শিক্ষক নিয়োগের বিধিতে পরিবর্তন আনতে চলেছে।
মাদ্রাসা সার্ভিস কমিশন স্টেট লেভেল সিলেকশন টেস্টের ওএমআর শিট এবং লিখিত উত্তরপত্রের নথি ১২ বছর অবধি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও নেগেটিভ মার্কিং রাখারও প্রস্তাব করেছে কমিশন।
এই নিয়োগে প্রার্থী সংখ্যা বেশি হলে মেন পরীক্ষার আগে প্রিলিমিনারি টেস্টও নিতে চায় কমিশন। সেক্ষেত্রে মেন পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।
মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানান, এক দশকের ব্যবধানে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। তাই মনে করা হচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা কয়েক লক্ষ হবে। আর সেক্ষেত্রে বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে থেকে ১৭২৯টি পদে নিয়োগের জন্য ঝাড়াই-বাছাই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। তাই নতুন কয়েকটি সিদ্ধান্ত।
মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি | ক্লিক করুন |