রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগ, সিদ্ধান্ত মন্ত্রীসভার

শীঘ্রই রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসেছিল মন্ত্রীসভার বৈঠক। সেখানেই রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রীসভার বৈঠক থেকে বেরিয়ে বৃহস্পতিবার সন্ধায় রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই নিয়োগের কথা জানান। তিনি জানিয়েছেন মোট ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ৮৪০০ জন পুরুষ এবং ৩৬০০ জন মহিলা। শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদের পরীক্ষার জন্য আবেদন করা যায়।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়; এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল শারীরিক মাপকাঠি
- পুরুষ- গোর্খা, গাড়োয়ালি, রাজবংশি ও এসটি শ্রেণিভুক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি, ওজন হতে হবে ৫৭ কেজি এবং ছাতি হতে হবে ৭৮ সেমি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশি ও এসটি শ্রেণিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি, ওজন হতে হবে ৫৩ কেজি এবং ছাতি হতে হবে ৭৬ সেমি।
- মহিলা- গোর্খা, গাড়োয়ালি, রাজবংশি ও এসটি শ্রেণিভুক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি এবং ওজন হতে হবে ৪৯ কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশি ও এসটি শ্রেণিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫২ সেমি এবং ওজন হতে হবে ৪৫ কেজি।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন
পে লেভেল ৬ অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের মাসিক বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পদ্ধতি
• প্রিলিমিনারি পরীক্ষা
• শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)
• শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
• মেন পরীক্ষা
• ইন্টারভিউ
Tq