Thursday, January 9, 2025
Homeজেনারেল নলেজচন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর | Chandrayaan 3 Question Answer in Bengali

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর | Chandrayaan 3 Question Answer in Bengali

চন্দ্রযান 3 সম্পর্কিত প্রশ্ন উত্তর

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর PDF | Chandrayaan 3 Question Answer in Bengali PDF

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর
চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর

আজকের পোস্টে চন্দ্রযান ৩ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেগুলির মাধ্যমে আপনারা চন্দ্রযান ৩ সম্পর্কে যথাযথভাবে অবগত হতে পারবেন। এছাড়াও চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে তার উত্তর খুব সহজেই দিতে পারবেন।

Chandrayaan 3 Question Answer in Bengali

চন্দ্রযান ৩ কবে লঞ্চ করা হয়েছে ?
উত্তর: ১৪ই জুলাই ২০২৩।

কটার সময় চন্দ্রযান লঞ্চ করা হয়েছে ?
উত্তর: দুপুর ২টো ৩৫ মিনিটে।

কোথা থেকে চন্দ্রযান ৩ লঞ্চ করা হয়েছে ?
উত্তর: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।

কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ৩ ?
উত্তর: LVM3-M4 বা GSLV Mark 3 রকেট।

LVM3 -এর পুরো কথা কী ?
উত্তর: Launch Vehicle Mark-III.

চন্দ্রযান ৩ -এ কয়টি মডিউল রয়েছে ও কী কী ?
উত্তর: ৩টি। একটি ল্যান্ডার মডিউল, একটি প্রপালশন মডিউল ও একটি রোভার।

চন্দ্রযান ৩ -এর ল্যান্ডারটির নাম কী ?
উত্তর: বিক্রম।

চন্দ্রযান ৩ -এর রোভারটির নাম কী ?
উত্তর: প্রজ্ঞান।

কেন চন্দ্রযানের ল্যান্ডারের নাম বিক্রম ?
উত্তর: ডঃ বিক্রম আম্বালাল সারাভাই এর নামানুসারেই চন্দ্রযানের ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম। তিনি ছিলেন ইসরোর প্রাণপুরুষ। তাকে শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরো।

চন্দ্রযান ৩ এর মোট ওজন কত ?
উত্তর: ৩৯০০ কেজি।

চন্দ্রযান ৩ চাঁদের কোন মেরুতে অবতরণ করবে ?
উত্তর: দক্ষিণ মেরুতে।

চন্দ্রযান ৩ এর খরচ কত ?
উত্তর: ৬১৫ কোটি টাকা।

চন্দ্রযান ৩ মিশনের প্রধান উদ্দেশ্য কী ?
উত্তর: চন্দ্রযান ৩-কে চাঁদের মাটিতে নিরাপদ এবং সফলভাবে অবতরণ করানো, চন্দ্রপৃষ্ঠের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা। পাশাপাশি চাঁদের মাটিতে একটি রোভার অপারেশন করাও এই মিশনের অন্যতম উদ্দেশ্য।

চন্দ্রযান ৩ কখন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে ?
উত্তর: ২৩শে আগস্ট ২০২৩।

চন্দ্রযান ৩ মিশনের থিম কী ?
উত্তর: Science of the Moon.

চন্দ্রযান ৩ মিশনের নেতৃত্ব দিয়েছেন কে ?
উত্তর: ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব।

ভারতের ‘রকেট ওম্যান ‘ নামে কে পরিচিত ?
উত্তর: ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব।

ভারতের ‘রকেট ম্যান’ নামে কে পরিচিত ?
উত্তর: কে সিভন।

মিশন চন্দ্রযান ৩ কোন সংস্থা লঞ্চ করেছে ?
উত্তর: ইসরো (ISRO)।

ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: বেঙ্গালুরু।

ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তর: এস. সোমনাথ।

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : Chandrayaan 3 Question Answer
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

4 COMMENTS

  1. আপনাদের এই অক্লান্ত পরিশ্রম ও সহায়তা চাকুরি প্রার্থী ও ছাত্রদের সাফল্যে সহায়তা করবে । সমগ্র কলম পরিবার কে ভালোবাসা ও অভিনন্দন।

  2. আমি নিয়মিত এই গ্রুপ ফলো করি। খুব উপকার পাই এই গ্রুপ থেকে 🙏🙏🙏🙏🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts