Sunday, December 22, 2024
HomeবাংলাBengali Reading Comprehension for Primary TET

Bengali Reading Comprehension for Primary TET

বাংলা বোধ পরীক্ষণ

বাংলা বোধ পরীক্ষণ | Bengali Reading Comprehension for Primary TET | Part-02

Bengali Reading Comprehension for Primary TET
Bengali Reading Comprehension for Primary TET

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে একটি বাংলা বোধ পরীক্ষণ শেয়ার করলাম। প্রাইমারি টেট পরীক্ষার এটি একটি কমন প্রশ্ন তাই আমরা আশা রাখছি এটি প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবেন।

নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দিন।

বিদীর্ণ-হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি;
প্রাচীরের কাছে এখনো-যে আছে সেই আম গাছ এ কী।
বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা,
একে একে মনে উদিল স্মরণে বালক-কালের কথা।
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাতে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম।
সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা-পলায়ন,
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে-জীবন।
সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে;
দুটি পাকা ফল লভিল ভুতল আমার কোলের কাছে।
ভাবিলাম মনে বুঝি এতক্ষনে আমারে চিনিল মাতা।
স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।।

Results

#1. কখন বক্তার রাতে ঘুম আসতো না ?

#2. বক্তার মনে কোন কালের কথা উদয় হলো ?

#3. 'বারেক' শব্দটির অর্থ কি ?

#4. বক্তা বিদীর্ণ হয়ে কোন দিকে চেয়ে দেখে-

#5. কোনটি 'নয়ন' শব্দটিই সমার্থক শব্দ নয় ?

#6. ভূতল শব্দটির অর্থ কি ?

#7. বক্তা দুপুরবেলা পালিয়ে আসতো-

#8. কোথায় বসে বক্তার ব্যথা প্রশমিত হল ?

#9. বক্তা কি কুড়িবার জন্য ভোরবেলা উঠতেন ?

#10. ব্যাসবাক্য নির্ণয় করুন- 'পাঠশালা-পলায়ন'

Finish
Also Check :
RELATED ARTICLES

21 COMMENTS

  1. খুব ভালো লাগলো এমন প্রাইমারি টেট এর জন্য বাকি subject গুলোর করলে খুব ভালো হয় ।

  2. খুব ভালো লাগল প্রাকটিস করে । ধন্যবাদ। ব্যাসবাক্য ব্যাকারন আমার জানা ছিল না এটা পড়তে হবে ।

  3. অসাধারণ। খুবই ভালো লাগলো প্র্যাকটিস সেটটির উত্তর গুলি দিয়ে। আমার সব প্রশ্নের উত্তরেই সঠিক হয়েছে। এইরকম টেস্ট আরো চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts