বাংলা বোধ পরীক্ষণ | Bengali Reading Comprehension for Primary TET | Part-02
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে একটি বাংলা বোধ পরীক্ষণ শেয়ার করলাম। প্রাইমারি টেট পরীক্ষার এটি একটি কমন প্রশ্ন তাই আমরা আশা রাখছি এটি প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবেন।
নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দিন।
বিদীর্ণ-হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি;
প্রাচীরের কাছে এখনো-যে আছে সেই আম গাছ এ কী।
বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা,
একে একে মনে উদিল স্মরণে বালক-কালের কথা।
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাতে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম।
সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা-পলায়ন,
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে-জীবন।
সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে;
দুটি পাকা ফল লভিল ভুতল আমার কোলের কাছে।
ভাবিলাম মনে বুঝি এতক্ষনে আমারে চিনিল মাতা।
স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।।
Thank you very muck Kalam….protidin erokom mocktest newa hole khubi upokrito hobo. Thank you
খুব ভালো লাগলো এমন প্রাইমারি টেট এর জন্য বাকি subject গুলোর করলে খুব ভালো হয় ।
খুব ভালো লাগল প্রাকটিস করে । ধন্যবাদ। ব্যাসবাক্য ব্যাকারন আমার জানা ছিল না এটা পড়তে হবে ।
Khub e sundor laglo muck test diye . Portidin ai rakam muck test asha korbo kalom er kach theke.thank you .
খুব ভালো লাগলো
Thanks sir khub valo laglo, sob subject gulo dile khub valo hoto
Khub valo
Sir answer gulo dile valo hoto.mock test er moto
Submit option a click korlei ans dekhte peye jaben..
Khub valo laglo
Nice exam,khub moja pelam
Nice
Khub valo laglo. Thanks kolom..
R ami sob ans guloi parlam. Tet releted eirokom aro practice set din.
Very very thank s
খুব ভালো লাগলো |
Vison valo legechhe ans kore
অসাধারণ। খুবই ভালো লাগলো প্র্যাকটিস সেটটির উত্তর গুলি দিয়ে। আমার সব প্রশ্নের উত্তরেই সঠিক হয়েছে। এইরকম টেস্ট আরো চাই।
Sottie khub vlo laglo..anno subject er chy..
Nice
Ans gulo kivabe dekhbo sathik holo ki na?
9ta thik….