Saturday, December 7, 2024
Homeবাংলাবাংলা বোধ পরীক্ষণ | Bengali Reading Comprehension

বাংলা বোধ পরীক্ষণ | Bengali Reading Comprehension

বাংলা বোধ পরীক্ষণ

বাংলা বোধ পরীক্ষণ | Bengali Reading Comprehension | Part-09

বাংলা বোধ পরীক্ষণ
বাংলা বোধ পরীক্ষণ

আমাদের জাতীয় সাহিত্য, আমাদের মাতৃভাষা বাংলাতেই হইবে। কোন জাতি কেবল বিদেশী ভাষার চর্চায় কখনো বড় হইতে পারে নাই। ইউরোপ যখন ল্যাটিন ছাড়িয়া, দেশী ভাষা ধরিয়াছিল, তখন হইতেই ইউরোপের অন্ধকার যুগের অবসান হইয়া আধুনিক উজ্জ্বল যুগের আরম্ভ হইয়াছে। যেদিন ইংল্যান্ড নর্মাল ফ্রেঞ্চ ত্যাগ করিয়া তাহার এক সময়ের ঘৃণিত স্যাকসন ভাষাকে বরণ করিয়া লইল, সেইদিন ইংল্যান্ডের জাতীয় জীবনের তথা উন্নতির সূত্রপাত হইল। যখন হইতে জার্মানী ফারসী ভাষার মোহপাশ কাটিয়া তাহার মাতৃভাষাকে পূজার স্থান দিল তখন হইতেই জার্মানীর জাতীয় জীবনের উন্নতি হইল। সাহিত্যের দু-একটি শাখা বিদেশী মাটিতে বাঁচিতে পারে, কিন্তু সমগ্র সাহিত্য বিদেশী আবহাওয়ায় বাঁচিতে পারে না। সাহিত্য সাধনা যদি সম্পূর্ণ করিতে চাও, তবে তোমাকে মাতৃভাষার মধ্য দিয়া সাহিত্য রচিতে হইবে।

উল্লিখিত প্রবন্ধাংশটি রচিত হয়েছে-
ক. চলিত ভাষায়
খ. সাধু ভাষায়
গ. সাধু চলিত ভাষায়
ঘ. কোনটিই নয়


ভাবপ্রকাশ ও শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম কি হওয়া প্রয়োজন ?
ক. আন্তর্জাতিক ভাষা
খ. মাতৃভাষা
গ. ভালো দেশী ভাষা
ঘ. শ্রেষ্ঠ বিদেশী ভাষা


প্রথমদিকে ইংরেজদের ভাষা কি ছিল ?
ক. সার্দান ফ্রেঞ্চ
খ. নর্মাল ফ্রেঞ্চ
গ. ওল্ড ইংলিশ
ঘ. স্যাকসন


ইংরেজ জাতির উন্নতিবিধান হয় কোন ভাষাকে অবলম্বনের মাধ্যমে ?
ক. লম্বার্ড
খ. ইংলিশ
গ. স্যাকসন
ঘ. নর্মাল ফ্রেঞ্চ


জার্মানিতে পূর্বে কোন ভাষার প্রচলন ছিল ?
ক. পোলিশ
খ. ফরাসি
গ. ওল্ড জার্মানি
ঘ. প্রুশিয়ান


পূর্বে ইউরোপে কোন ভাষার প্রচলন ছিল ?
ক. রোমান
খ. গ্রিক
গ. নর্মাল ফ্রেঞ্চ
ঘ. ল্যাটিন


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts