Bengali Comprehension Test for Primary TET Part-04
সুপ্রিয় বন্ধুরা,
আজ নতুন আরও একটি বাংলা বোধ পরীক্ষণ আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা জানেনই যে প্রাইমারি টেট পরীক্ষায় এটি একটি কমন প্রশ্ন, তাই আমরা আশা রাখছি এই ধরনের বোধ পরীক্ষণ গুলি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবেন।
নিম্নলিখিত পদ্যাংশটি ভালো করে পড়ে প্রশ্নগুলির উত্তর দিন :
পাড়াগেঁয়ে কবি; – প্রভুর আদেশে শহরেতে তার আসা ;
বহু খুঁজে নিল মোহিনী রোডেতে ছোট্ট একটি বাসা।
খুঁজে নিল বাসা , যথাসম্ভব মিলায়ে, কাব্য কোড,
অনতিদূরেই বকুল বাগান পাশ দিয়ে রসা রোড।
বামে কারখানা, কোণে জঙ্গল, ছোট্ট বাসার কাছে
বহু ভাষাভাষী খোট্টা পাড়া ও মস্ত বাজার আছে।
কারখানাটার ছোট সংসারে দিনরাত ঠোকাঠুকি,
হাতুড়ির চোপা শুনিয়া ফোঁপায় হাপর অগ্নিমূখী
উঁচু নারিকেল সুদূর বনের বেতার বার্তা পায়।
তলে প’ড়ে একা একা সহকার, কিছুই বলে না তায়।
Please C Tet er 10 years er question paper gulo dbn with answer key
Amar hs 44’/.,graduate,handicap,dled kora achhe,aply kora jabe
excellent