Sunday, December 22, 2024
HomeবাংলাBengali Comprehension Test for Primary TET

Bengali Comprehension Test for Primary TET

বাংলা বোধ পরীক্ষণ

Bengali Comprehension Test for Primary TET Part-04

Bengali Comprehension Test for Primary TET
Bengali Comprehension Test for Primary TET

সুপ্রিয় বন্ধুরা,
আজ নতুন আরও একটি বাংলা বোধ পরীক্ষণ আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা জানেনই যে প্রাইমারি টেট পরীক্ষায় এটি একটি কমন প্রশ্ন, তাই আমরা আশা রাখছি এই ধরনের বোধ পরীক্ষণ গুলি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবেন।

নিম্নলিখিত পদ্যাংশটি ভালো করে পড়ে প্রশ্নগুলির উত্তর দিন :

পাড়াগেঁয়ে কবি; – প্রভুর আদেশে শহরেতে তার আসা ;
বহু খুঁজে নিল মোহিনী রোডেতে ছোট্ট একটি বাসা।
খুঁজে নিল বাসা , যথাসম্ভব মিলায়ে, কাব্য কোড,
অনতিদূরেই বকুল বাগান পাশ দিয়ে রসা রোড।
বামে কারখানা, কোণে জঙ্গল, ছোট্ট বাসার কাছে
বহু ভাষাভাষী খোট্টা পাড়া ও মস্ত বাজার আছে।
কারখানাটার ছোট সংসারে দিনরাত ঠোকাঠুকি,
হাতুড়ির চোপা শুনিয়া ফোঁপায় হাপর অগ্নিমূখী
উঁচু নারিকেল সুদূর বনের বেতার বার্তা পায়।
তলে প’ড়ে একা একা সহকার, কিছুই বলে না তায়।

Results

#1. 'দিনরাত' শব্দটি-

#2. 'কিছুই বলে না'- কে বলে না ?

#3. উদ্ধৃতাংশে কোন শহরের কথা বলা হয়েছে ?

#4. 'অনতিদূরে'- কথাটির সরল অর্থ কি?

#5. এখানে কোন গাছের উল্লেখ নেই ?

#6. হাপোর কোন পেশার মানুষেরা ব্যবহার করেন ?

#7. কাব্য কোড কথাটির তাৎপর্য হল -

#8. চোপা শব্দটির অর্থ হল -

#9. কোনটি 'দিনরাত' শব্দটির সমার্থক শব্দ নয় ?

#10. বকুল বাগান কোন সমাস -

Finish
Also Check :
RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts