Sunday, December 22, 2024
Homeচাকরির খবরপশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৩৯ হাজার টাকা

পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৩৯ হাজার টাকা

পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৩৯ হাজার টাকা - ১০ই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন

পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2024 | WB Co-operative Bank Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৩৯ হাজার টাকা
পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৩৯ হাজার টাকা

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফে রাজ্যের সমবায় ব্যাঙ্কে ক্ল্যারিকাল ক্রেড পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন
পদের নামক্ল্যারিকাল ক্রেড
শুন্যপদ৫০টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটwww.webcsc.org
পদের নাম :

ক্ল্যারিকাল ক্রেড (Clerical Cadre)।

শুন্যপদ :

এই রিক্রুটমেন্টের মাধ্যমে মোট ৫০টি শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ক্যাটাগরিশুন্যপদ
UR২৫টি
OBC (A)৫টি
OBC (B)৫টি
SC১০টি
ST৫টি
মোট৫০টি
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি, এসটি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৪৫ বছর।

মাসিক বেতন :

৩৮,৫১৩/- টাকা।

আবেদন মূল্য :
ক্যাটাগরিআবেদন মূল্য
UR/ OBC-A/ OBC-B৬৫০/- টাকা
SC/ ST২৫০/- টাকা
আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১১ই মার্চ ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ১০ই এপ্রিল ২০২৪

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts