Saturday, November 23, 2024
Homeঅন্যান্যজাতীয় মহাকাশ দিবস | National Space Day

জাতীয় মহাকাশ দিবস | National Space Day

কেন ২৩শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হয় ?

জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয় ? কেন ২৩শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হয় ?

জাতীয় মহাকাশ দিবস
জাতীয় মহাকাশ দিবস

বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছে ভারত। গত ২৩শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ৬টা ৪মিনিটে ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে। সে কারণে চন্দ্রযান ৩ এর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর দিনটিকে প্রাধান্য দিতে তথা চন্দ্রযান-৩ এর সাফল্যকে উৎযাপন করতে ২৩শে আগস্ট দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন।

১৪ই জুলাই ২০২৩ দুপুর ২টো ৩৫মিনিটে ইসরো তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রাভিযানের উদ্দেশ্যে চন্দ্রযান-৩ কে লঞ্চ করে। চন্দ্রযান-৩ এর ওজন ৩৯০০ কেজি এবং চন্দ্রযান-৩ এর জন্য খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা।

প্রসঙ্গত চাঁদে সফট ল্যান্ডিং তথা চাঁদে সফলভাবে অবতরণকারী ভারত চতুর্থ দেশ সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও চীনের পর। তবে চাঁদের উত্তর মেরুতে আগের তিন দেশ পৌঁছালেও চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছানোর খ্যাতি অর্জন করলো ভারত। চাঁদের দক্ষিণ মেরুর যে অংশটিতে চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান রোভারটি অবতরণ করেছে সে অংশটির নাম দেওয়া হয়েছে ‘শিবশক্তি’।

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তরClick Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts