প্যান কার্ড কি ? প্যান কার্ড কেন প্রয়োজন ? প্যান কার্ড কি কাজে লাগে ? | PAN Card Full Information in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টটিতে প্যান কার্ড নিয়ে আলোচনা করলাম। যার মাধ্যমে আপনারা প্যান কার্ড কি ? প্যান কার্ড কেন প্রয়োজন ? প্যান কার্ড কি কি কাজে লাগে ? ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠন করতে পারবেন।
PAN এর সম্পূর্ণ নাম কি ?
PAN এর সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number)।
প্যান কার্ড কি ?
প্যান কার্ড হল ভারতের আয়কর বিভাগ দ্বারা জারি করা সমস্ত ভারতীয় করদাতাদের একটি সচিত্র পরিচয় পত্র। এদেশে অর্থাৎ ভারতের যেকোনো ক্ষেত্রে বা যেকোনো বিভাগে TAX (কর) সংক্রান্ত যে কোনো কাজ সম্পাদনের জন্য এই প্যান কার্ড তথা প্যান নম্বর বাধ্যতামূলক। এই প্যান কার্ডে একটি ১০ সংখ্যার আলফা সংখ্যাসূচক প্যান নম্বর থাকে যা দেশের সমস্ত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান দ্বারা গৃহীত হয়। যার দ্বারা কোনও ব্যক্তি বা সত্তার আর্থিক লেনদেনের সমস্ত বিবরণ আয়কর বিভাগের অধীন সঞ্চিত থাকে।
প্যান কার্ড কেন প্রয়োজন ?
ভারতীয় আয়কর বিভাগ দ্বারা প্রেরিত এক প্যানকার্ডের দ্বারাই আপনি হতে পারবেন নূতন ভারত গড়ার একজন সহযোগী। আয়কর বিভাগ দেশের অভ্যন্তরীণ আর্থিক কেলেঙ্কারি বা তছরূপ সংক্রান্ত বিষয়গুলির দাড়ি টানতেই এই প্যান কার্ডের ধারণাটি নিয়ে এসেছেন। যার ফলে আপনার আর্থিক লেনদেন যেমন সুদৃঢ় হয় তেমনি দেশ গঠনের ক্ষেত্রে আয়করের সঠিক তথ্যও সরকারের নিকট দায়বদ্ধ থাকে। এই প্যান কার্ডের দ্বারা আপনি যেমন আর্থিক লেনদেন নিরাপত্তা, ব্যাঙ্কে নগদ অর্থ জমা ও স্থাবর সম্পত্তি হস্তান্তর, ক্রয়-বিক্রয়ের সমস্ত তথ্য সরকারের কাছে দায়বদ্ধ থাকতে পারবেন।
প্যান কার্ডের ব্যবহার কোন কোন ক্ষেত্রে করতে পারবেন ?
আগেই বলা হয়েছে যে এই PAN হলো আপনার একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। এরা দ্বারা আপনার আর্থিক লেনদেন হয় সহজতর ও সুরক্ষিত। নিম্নে এই প্যানকার্ড ব্যবহারের ১০টি ক্ষেত্র উল্লেখ করা হলো-
- ব্যাঙ্কে একদিনে ৫০ হাজার বা তার অধিক টাকা জমা-তোলার ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক।
- হোটেল বা রেস্তোরাঁয় ২৫ হাজার বা তার অধিক বিল মেটানোর ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক।
- যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ৫০ হাজার ও তার বেশি অর্থের ফিক্সড ডিপোজিট বিনিয়োগের ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক।
- আয়কর প্রদানের ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক।
- প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা অ্যাকাউন্ট থাকলেও প্যান যুক্তকরন বাধ্যতামূলক।
- ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদনের ক্ষেত্রেও প্যান বাধ্যতামূলক।
- জীবন বিমার ক্ষেত্রে ৫০ হাজার বা তার বেশি প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রেও প্যান বাধ্যতামূলক।
- শেয়ার বা স্টক বিজনেসে ৫০ হাজার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক।
- ৫০ হাজার বা তার বেশি মূল্যের ড্রাফট বা চেক লেনদেনের ক্ষেত্রেও প্যান নম্বর বাধ্যতামূলক।
- স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও প্যান বাধ্যতামূলক।
প্যান কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগে ?
প্যান কার্ড করতে কি কি লাগে, সেগুলি দেওয়া হলো-
পরিচয়ের প্রমাণপত্র
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- রেশন কার্ড
- পাসপোর্ট
ঠিকানার প্রমাণপত্র
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- পোস্ট অফিসের বই
- পাসপোর্ট
জন্ম তারিখের প্রমাণপত্র
- জন্ম সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- পাসপোর্ট
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
প্রসঙ্গত বলা বাহুল্য, আয়কর বিভাগের নির্দেশনাধীন এদেশে সমস্ত রকম কালোবাজারি রুখতে প্যান অর্থাৎ স্থায়ী অ্যাকাউন্ট নম্বরটির সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এ প্রক্রিয়াটি কার্যকর করার উদ্দেশ্যে আয়কর বিভাগ থেকে বারংবার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভাগের তরফে বিশেষ বুলেটিনে জানানো হয়েছে যে ৩১শে মার্চ ২০২৩ এর মধ্যে যদি কোনো ব্যক্তি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে ব্যর্থ হন তাহলে তার কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তবে জেনে রাখা ভালো এখনও পর্যন্ত প্যানকার্ড এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর ক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে।
Very good information 🙂🙂🙂🙂🙂🙂🙂