পিএসসি মিসলেনিয়াস বিজ্ঞপ্তি 2023 | WBPSC Miscellaneous Notification 2023
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন |
পরীক্ষার নাম | মিসলেনিয়াস সার্ভিসেস |
যোগ্যতা | গ্র্যাজুয়েশন পাশ |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
পরীক্ষার নাম :
মিসলেনিয়াস সার্ভিসেস।
পদের নাম :
- অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার
- ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার/ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার
- ব্লক ইয়ুথ অফিসার/ মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার/ ব্যুরো ইয়ুথ অফিসার
- ব্লক ওয়েলফেয়ার অফিসার/ ওয়েলফেয়ার অফিসার
- ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার
- অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার
- অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার
- কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
- ইনস্পেক্টর অব এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স
- কাস্টমার ওয়েলফেয়ার অফিসার
- সেভিং ডেভেলপমেন্ট অফিসার
- পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস
- অডিটর অব কো-অপারেটিভ সোসাইটি
- অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অব রেভিনিউ
- এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
- লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
- অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
- ইনভেস্টিগেশন ইনস্পেক্টর
- রেভিনিউ ইনস্পেক্টর
ইত্যাদি বিভিন্ন পদে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা :
১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
মাসিক বেতন :
উপরে উল্লিখিত অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার থেকে শুরু করে সেভিং ডেভেলপমেন্ট অফিসার পর্যন্ত পদের মাসিক বেতন ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা এবং পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস থেকে রেভিনিউ ইনস্পেক্টর পর্যন্ত পদের অফিসারদের মাসিক বেতন ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেন পরীক্ষা
- পার্সোনালিটি টেস্ট
এই তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে।
মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস | দেখুন |
আবেদন মূল্য :
আবেদন মূল্য ১৬০/- টাকা। তবে এসসি, এসটি এবং PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ৫ই অক্টোবর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২রা নভেম্বর ২০২৩ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Syllabus?
নিয়োগ পদ্ধতির ঠিক নীচে দেওয়া আছে দেখুন