Wednesday, January 22, 2025

WBPSC Food SI GK MCQ in Bengali

WBPSC Food SI GK MCQ in Bengali

ফুড সাব ইন্সপেক্টর জিকে | WBPSC Food SI GK MCQ in Bengali

WBPSC Food SI GK MCQ in Bengali
WBPSC Food SI GK MCQ in Bengali

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

Food SI GK MCQ in Bengali

০১. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
ⓐ হরিলাল জে. কানিয়া
ⓑ এম. পতঞ্জলি শাস্ত্রী
ⓒ শারদ অরবিন্দ বোব্দে
ⓓ দীপক মিশ্র


০২. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ?
ⓐ লীলা শেঠ
ⓑ আন্না চন্ডী
ⓒ এম. ফাতিমা বিবি
ⓓ মেরি জোসেফ


০৩. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয় ?
ⓐ ১৯৫১ সালে
ⓑ ১৯৫৩ সালে
ⓒ ১৯৫৫ সালে
ⓓ ১৯৫৭ সালে


০৪. পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
ⓐ ১৯৪৭ সালে
ⓑ ১৯৪৮ সালে
ⓒ ১৯৪৯ সালে
ⓓ ১৯৫০ সালে


০৫. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত ?
ⓐ ৫৪৫
ⓑ ৫৪৮
ⓒ ৫৫০
ⓓ ৫৫২


০৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
ⓐ ভবানী দ্বীপ
ⓑ শ্রীরাঙ্গম দ্বীপ
ⓒ মাজুলি দ্বীপ
ⓓ আগাটি দ্বীপ


০৭. কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ?
ⓐ ব্যারাকপুর
ⓑ নাগপুর
ⓒ কাসারগড়
ⓓ সুরাট


০৮. SEBI কবে প্রতিষ্ঠিত হয় ?
ⓐ ১৯৮৬ সালে
ⓑ ১৯৮৮ সালে
ⓒ ১৯৯০ সালে
ⓓ ১৯৯২ সালে


০৯. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
ⓐ পৃথিবী
ⓑ মঙ্গল
ⓒ বুধ
ⓓ বৃহস্পতি


১০. সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি ?
ⓐ নেপচুন
ⓑ ইউরেনাস
ⓒ শনি
ⓓ বৃহস্পতি


১১. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
ⓐ লর্ড ক্যানিং
ⓑ লর্ড মাউন্টব্যাটেন
ⓒ চক্রবর্তী রাজাগোপালাচারী
ⓓ লর্ড ওয়ারেন হেস্টিংস


১২. তামাশা কোন রাজ্যের লোকনৃত্য ?
ⓐ ওড়িশা
ⓑ মহারাষ্ট্র
ⓒ পাঞ্জাব
ⓓ কেরালা


১৩. দুর্বাশার অভিশাপ চিত্রকর্মটি কার ?
ⓐ হেমেন গাঙ্গুলি
ⓑ যামিনী রায়
ⓒ নন্দলাল বসু
ⓓ রবি বর্মা


১৪. রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন ?
ⓐ ভিটামিন বি
ⓑ ভিটামিন সি
ⓒ ভিটামিন ডি
ⓓ ভিটামিন কে


১৫. সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় ?
ⓐ ভিটামিন এ
ⓑ ভিটামিন বি
ⓒ ভিটামিন সি
ⓓ ভিটামিন ডি


১৬. ক্যালামাইন কোন ধাতুর আকরিক ?
ⓐ ক্যালসিয়াম
ⓑ কোবাল্ট
ⓒ দস্তা
ⓓ তামা


১৭. অলিম্পিক ২০২৪ কোথায় হবে ?
ⓐ প্যারিস
ⓑ লন্ডন
ⓒ জোহানেসবার্গ
ⓓ বুদাপেস্ট


১৮. ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল আছে ?
ⓐ ৮টি
ⓑ ১২টি
ⓒ ১৪টি
ⓓ ২১টি


১৯. রাজ্য সরকারের কার্যনির্বাহী প্রধান কে ?
ⓐ মুখ্যমন্ত্রী
ⓑ রাজ্যপাল
ⓒ মুখ্যমন্ত্রীর সচিব
ⓓ মুখ্যসচিব


২০. ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ⓐ হুমায়ুন
ⓑ জাহাঙ্গীর
ⓒ আকবর
ⓓ ঔরঙ্গজেব


RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts