Saturday, December 7, 2024
Homeচাকরির খবরWBCS 2023 নোটিফিকেশন | WBCS 2023 Notification

WBCS 2023 নোটিফিকেশন | WBCS 2023 Notification

WBCS 2023 নোটিফিকেশন

WBCS 2023 নোটিফিকেশন | WBCS 2023 Notification

WBCS 2023 নোটিফিকেশন
WBCS 2023 নোটিফিকেশন

সুপ্রিয় বন্ধুরা,
আপনারা যারা WBCS 2023 এর নোটিফিকেশন কবে বেরোবে তথা কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হবে তা নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর। WBPSC তথা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBCS 2023 এর নোটিফিকেশন প্রকাশ করেছে।

এই নোটিফিকেশনটিতে WBCS 2023 এর সমস্ত কিছু উল্লেখ করা আছে। নীচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।

WBCS 2023 Full Notification

নীচে WBCS সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। যেগুলির মাধ্যমে আপনারা এই নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গঠন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও বাংলা ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।

পদের নাম :

এই পরীক্ষার মাধ্যমে একাধিক পদে অফিসার নিয়োগ করা হয়ে থাকে এবং এই একাধিক অফিসার নিয়োগ করার জন্যে সমস্ত পদকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেমন- Group-A, Group-B, Group-C, Group-D.

বয়সসীমা :
  • Group-A এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
  • Group-B এর ক্ষেত্রে ২০ বছর থেকে ৩৬ বছর।
  • Group-C এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
  • Group-D এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৯ বছর।
নিয়োগ পদ্ধতি :
  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেন পরীক্ষা
  • ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট
আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে One Time Registration করতে হয়, তারপর ওই Registration নম্বর দিয়ে সমস্ত পরীক্ষায় আবেদন করা যায়।

WBCS Syllabus in Bengali

এই পরীক্ষা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট করুন। আমরা তার উত্তর অবশ্যই দেবো।

RELATED ARTICLES

21 COMMENTS

  1. আমি B.A second year এর ছাত্র। আমার বয়স 21 হয়ে গেছে। আমি WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি,সেক্ষেত্রে আমি কি পরীক্ষা দিতে পারবো এই বারের notification অনুযায়ী?
    নাকি আমি graduation complete করে তবেই boste পারব exam এ।
    দয়া করে জানাবেন স্যার।

  2. WBCS এ প্রথম বার OBC ছাড়া পরিক্ষা দিলে
    পরের বারে OBC show করা যাবে কী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts