Tuesday, November 12, 2024
Homeচাকরির খবরWB Primary TET Notification 2022

WB Primary TET Notification 2022

নতুন প্রাইমারি টেট পরীক্ষার নোটিফিকেশন

WB Primary TET Notification 2022 | প্রাইমারি টেট নোটিফিকেশন ২০২২

WB Primary TET Notification 2022
WB Primary TET Notification 2022

সুপ্রিয় বন্ধুরা,
দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের কথা অনুযায়ী এইমাত্র প্রকাশ হলো নতুন প্রাইমারি টেটের অফিশিয়াল নোটিফিকেশন।

পদের নাম :

সহ-শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার।

শুন্যপদ :

শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা :

প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ডি.এল.এড. কোর্স থাকতে হবে।

অথবা গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশ নম্বর সহ বি.এড. কোর্স থাকতে হবে।

বি.দ্র. : ডি.এড. ও বি.এড. কোর্সে যারা নাম নথিভুক্ত করেছেন, তারা সকলেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা :

প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ পদ্ধতি :

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি :

জেনারেল প্রার্থীদের ১৫০ টাকা, ওবিসি প্রার্থীদের ১০০ টাকা এবং SC, ST ও PH প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদন শুরু :

১৪ই অক্টোবর ২০২২ থেকে আবেদন শুরু হবে।

আবেদন শেষ :

৩রা নভেম্বর ২০২২ তারিখ।

অফিশিয়াল ওয়েবসাইট : www.wbbpe.org
অফিশিয়াল নোটিফিকেশন : ডাউনলোড
প্রাইমারি টেট প্রস্তুতি :

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ; সিলেবাস, প্রশ্নপত্র এবং সিলেবাস উপযোগী বই। আমরা প্রাইমারি টেটের এই তিনটি জিনিস নীচে শেয়ার করে দিলাম –

RELATED ARTICLES

2 COMMENTS

  1. Thank you so much🤗🤗for this details and this is very important notice my life………… And I hope this is helpful for everyone who passed out D. El. Ed and B. Ld

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts