পর্ষদের প্রাইমারি টেট শিশু বিকাশ ও পেডাগজি নমুনা প্রশ্নের উত্তর | WB Primary TET Child Development & Pedagogy Model Questions Answers
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পর্ষদ দ্বারা প্রকাশিত প্রাইমারি টেটের শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নের উত্তর গুলি প্রদান করলাম। প্রশ্নোত্তরগুলি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে, সুতরাং দেরী না করে পর্ষদ কর্তৃক প্রকাশিত শিশু বিকাশ ও পেডাগজি মডেল প্রশ্ন ও উত্তর দেখে নিন।
প্রাইমারি টেট শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান নমুনা প্রশ্নের উত্তর
1. নিম্নের কোনটি শিক্ষণের নীতি নয় ?
A. জানা থেকে অজানা
B. অবরোহী থেকে আরোহী
C. বিশেষ থেকে সাধারণ
D. মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক
2. ‘বিকাশ হল একটি অন্তহীন প্রক্রিয়া’ – এই ধারণা যেটির সাথে যুক্ত –
A. আন্তঃসম্পর্কের নীতি
B. মিথোস্ক্রিয়া নীতি
C. ব্যক্তিবৈষম্যের নীতি
D. ধারাবাহিকতার নীতি
3. প্রক্রিয়া মূল্যায়ন হল –
A. গঠনমূলক
B. সমষ্টিমূলক
C. প্রস্তুতি
D. ইপস্যাটিভ
4. সৃজনশীল শিক্ষার্থীর জন্য কোন কৌশল উপযুক্ত ?
A. সংশোধনমূলক
B. সমৃদ্ধিমূলক
C. ব্রেনস্টোর্মিং
D. নির্বোধ মুখস্থ করণ
5. শিশুর বিকাশের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রক্সিমোডিস্টাল ধারা ?
A. মাথা থেকে পা
B. জানা থেকে অজানা
C. সরল থেকে জটিল
D. কেন্দ্র থেকে পরিধি
Best efforts to taken by you and your team.thank you so much.
স্যার সমস্ত বিষয়ের একসাথে 150 মার্কস এর মক টেস্ট এর ব্যাবস্থা করলে ভালো হয়।
স্যার সমস্ত বিষয়ের একসাথে 150 মার্কস এর মক টেস্ট এর ব্যাবস্থা করেন তাহলে খুব ভালো হয়।