West Bengal ANM & GNM Entrance Exam 2023 Notification Download
সুপ্রিয় বন্ধুরা,
WBJEE তথা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড এর পক্ষ থেকে ANM GNM 2023 কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীচে এই বিজ্ঞপ্তি সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হল-
WB ANM GNM 2023
Exam Board | WBJEE |
Exam Name | WB ANM GNM 2023 |
Qualification | HS Pass |
Exam Date | 02.07.2023 |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই বছর অর্থাৎ ২০২৩ এড় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়াও যারা হেলথ কেয়ার সাইন্স বিষয়ে ভোকেশনাল এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা :
৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :
জেনারেল (UR) প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা এবং SC / ST / PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা।
পরীক্ষার তারিখ :
২রা জুলাই ২০২৩ (দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত)।
নিয়োগ পদ্ধতি :
মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
WB ANM GNM 2023 Exam
Exam Type | MCQ |
No. of Questions | 100 |
Full Marks | 115 |
Duration | 90 Minutes |
Negative Marking | 0.25 |
Exam Language | Bengali & English |
WB ANM GNM 2023 Syllabus
Sub | Category-1 | Category-2 | Total No. of Questions | Total Marks |
---|---|---|---|---|
Life Sc | 30 | 10 | 40 | 50 |
Physical Sc | 15 | 5 | 20 | 25 |
Basic English | 15 | – | 15 | 15 |
Mathematics | 10 | – | 10 | 10 |
General Knowledge | 10 | – | 10 | 10 |
Logical Reasoning | 5 | – | 5 | 5 |
Total | 85 | 15 | 100 | 115 |
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১৭ই জানুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ |
আরও বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |