মাধ্যমিক পাশে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ 2023 | Visva Bharati University recruitment 2023
কেন্দ্রের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক পাশ যোগ্যতায় MTS পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই পোস্টটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
রিক্রুটমেন্ট বোর্ড | বিশ্বভারতী, শান্তিনিকেতন |
পদের নাম | মাল্টি টাস্কিং স্টাফ |
শুন্যপদ | ৪০৫টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৬ই মে ২০২৩ |
অফিশিয়াল ওয়েবসাইট | vbharatirec.nta.ac.in |
পদের নাম :
মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।
শুন্যপদ :
মোট শুন্যপদ ৪০৫টি। ক্যাটাগরি অনুযায়ী শুন্যপদ –
- UR – ১৭৭টি
- EWS – ৪০টি
- OBC – ৮৯টি
- SC – ৭টি
- ST – ১৩টি
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সরকারি স্বীকৃত ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা :
সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :
৫,২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি :
লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট/স্কিল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :
UR / EWS / OBC প্রার্থীদের ৯০০/- টাকা, SC / ST প্রার্থীদের ২০০/- টাকা এবং Women ও PWD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।
Note : MTS পদ ছাড়াও আরও ২৯টি পদে কর্মী নিয়োগের কথা উল্লেখ আছে। সেইসকল পদগুলির যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি জানার জন্য অফিশিয়াল নোটিশটি দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শেষ | ১৬ই মে ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
High secondary pass।
Very good