স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2022 | চাকরির খবর ২০২২
সুপ্রিয় বন্ধুরা,
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট, ফিজিওলজিস্ট, সাইকোলজিস্ট, বায়োমেকানিক্স, নিউট্রিশনিস্ট ও বায়োকেমিস্ট্র পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নীচে এই পদগুলির শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হল।
পদের নাম
ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট, ফিজিওলজিস্ট, সাইকোলজিস্ট, বায়োমেকানিক্স, নিউট্রিশনিস্ট ও বায়োকেমিস্ট্র।
শুন্যপদ
এই রিক্রুটমেন্টের মাধ্যমে মোট ১৩৮ জনকে নিয়োগ করা হবে।
নীচে পদ অনুযায়ী শুন্যপদ
Post Name | Vacancy |
---|---|
Physiotherapist | 42 |
Strength & Conditioning Expert | 42 |
Physiologist | 13 |
Psychologist | 13 |
Biomechanics | 13 |
Nutritionist | 13 |
Biochemist | 02 |
Total | 138 |
ক্যাটাগরি অনুযায়ী শুন্যপদ
Category | Vacancy |
---|---|
UR | 58 |
OBC | 37 |
SC | 20 |
ST | 10 |
EWS | 13 |
Total | 138 |
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি বা ইন্সটিটিউট থেকে সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। অফিশিয়াল নোটিফিকেশনে ডিটেলস দেওয়া আছে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন
১,০৫,০০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অফিশিয়াল নোটিফিকেশনে ডিটেলস দেওয়া আছে।
আবেদনের শেষ তারিখ
আগামী ৫ই সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।
Important Links
Official Notification | Download |
Apply Now | Click Here |
Official Website | Visit Now |
Telegram Channel | Join Now |
■ Also Check: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রিক্রুটমেন্ট 2022