Wednesday, April 17, 2024
Homeচাকরির খবরকলকাতায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2022 | চাকরির খবর 2022

কলকাতায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2022 | চাকরির খবর 2022

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2022

কলকাতায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2022 | চাকরির খবর 2022
কলকাতায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2022

সুপ্রিয় বন্ধুরা,
কলকাতা পৌরসংস্থা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা এই পদে চাকরির জন্য আগ্রহী তারা এই চাকরি সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন।

নিম্নে আমরা কলকাতা পৌরসংস্থার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির শুন্যপদ, যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি সম্বন্ধে আলোচনা করলাম।

পদের নাম

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।

শুন্যপদ

এই রিক্রুটমেন্টের মাধ্যমে ২৮৫ জন মহিলাকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। নীচে ক্যাটাগরি অনুযায়ী শুন্যপদ দেওয়া হল –

CategoryVacancy
UR119
UR (Meritorious Sports Person)09
UR (Ex Servicemen)17
UR (PWD)13
SC38
SC (Ex Servicemen)05
ST27
OBC A33
OBC B24
Total285

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স থাকতে হবে।

বয়সসীমা

১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

মাসিক ১৩,০০০ টাকা।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM “CMO Bldg, 5, S.N Banarjee Road, Kolkata-700013

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • ANM/GNM রেজিস্ট্রেশন সার্টিফিকেট

আবেদন ফি

আবেদনের জন্য কোনো রকম টাকা লাগবে না।

আবেদন শুরু

১০ই আগস্ট ২০২২ তারিখ থেকে।

আবেদন শেষ

আগামী ২০শে আগস্ট ২০২২ পর্যন্ত।

Important Links

Official Notification & Application FormDownload
Official WebsiteVisit Now
Telegram ChannelJoin Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts